নতুন লুকে জয়া আহসান
জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন। তিনি তার নতুন ছবিগুলো শেয়ার করেছেন, যেখানে তাকে দেখা গেছে একেবারেই ভিন্ন ‘ডিসেম্বর মুড’-এ।
জয়ার ক্যাপশন ছিল, ‘ডিসেম্বর মুড।’এই ছবিতে তিনি পরেছেন আইভরি শেডের স্লিভলেস ব্লেজার-স্টাইল ড্রেস, যা আধুনিকতার সঙ্গে আভিজাত্যের মিলন ঘটিয়েছে। গলায় সোনালি চোকারে সবুজ পাথরের ছোঁয়া ছিল, যা পোশাকের সঙ্গে একটি চমৎকার কনট্রাস্ট তৈরি করেছে।
পাশাপাশি, হাতে বড় স্টেটমেন্ট রিং পরিধান করে জয়া তার মিনিমালিস্ট অথচ স্টেটমেন্ট ফ্যাশন সেন্স দেখিয়েছেন।
ভক্ত-অনুরাগীরা তার এই নতুন লুকের প্রশংসায় ভাসিয়েছেন। একজন লিখেছেন, ‘ওয়াও, অনেক বেশি সুন্দর,’ আরেকজন মন্তব্য করেছেন, ‘দারুণ লাগছে আপু।’
জয়া আহসানের এই ফ্যাশন স্টাইলের মাধ্যমে আবারও প্রমাণ হলো, তিনি শুধু পর্দায় নয়, বাস্তব জীবনে ও ফ্যাশন আইকন হিসেবে সমানভাবে নজর কাড়েন।
বিপি/ এএস