1. হোম
  2. আন্তর্জাতিক

কলকাতায় পোড়ানো হলো বাংলাদেশের জাতীয় পতাকা

Bangla Post Desk
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৯ এএম
কলকাতায় পোড়ানো হলো বাংলাদেশের জাতীয় পতাকা

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সংখ্যালঘু ইস্যুকে কেন্দ্র করে ভারতের পশ্চিমবঙ্গে চরম উত্তেজনা বিরাজ করছে। এরই ধারাবাহিকতায় রোববার সন্ধ্যায় কলকাতার হাওড়া ময়দান এলাকায় বাংলাদেশের জাতীয় পতাকায় অগ্নিসংযোগ করেছে ‘অঞ্জনিপুত্র সেনা’ নামের একটি সংগঠনের নেতাকর্মীরা।

সংগঠনটি দাবি করেছে, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হচ্ছে। বিশেষ করে, সম্প্রতি বাংলাদেশে দীপু চন্দ্র দাস নামে এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে তারা এই প্রতিবাদ সভার আয়োজন করে। বিক্ষোভ চলাকালীন আন্দোলনকারীরা বাংলাদেশের জাতীয় পতাকা পুড়িয়ে দেয় এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কুশপুত্তলিকা দাহ করে ঢাকা ও বর্তমান সরকারের বিরুদ্ধে বিভিন্ন উস্কানিমূলক স্লোগান দেয়।

সমাবেশে ‘অঞ্জনিপুত্র সেনা’র সম্পাদক সুরেন্দ্র বর্মা অভিযোগ করেন, বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন চালানো হচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি অতিদ্রুত এসব ঘটনা বন্ধ না হয়, তবে তারা কলকাতায় অবস্থিত বাংলাদেশের উপ-হাইকমিশন ঘেরাওসহ আরও কঠোর কর্মসূচি পালন করবেন।

জানা গেছে, দীপু চন্দ্র দাসের মৃত্যুকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের সরকারি ও বিরোধী—উভয় রাজনৈতিক শিবিরই সরব রয়েছে। এর আগে দিল্লি, কলকাতা ও ত্রিপুরার বাংলাদেশ মিশনের সামনেও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শিত হয়েছে। একের পর এক এ ধরনের উত্তেজনাকর পরিস্থিতির প্রেক্ষিতে ভারতে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা ও এ ধরনের উগ্র আচরণের খবর ছড়িয়ে পড়লে দুই দেশের সচেতন মহলে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।