1. হোম
  2. রাজনীতি

জমিয়তকে ৪ আসন দিল বিএনপি

Staff Reporter
বাংলা পোস্ট প্রতিবেদক
ঢাকা
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৫, ০১:০৮ পিএম
জমিয়তকে ৪ আসন দিল বিএনপি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনি জোট বা সমঝোতার অংশ হিসেবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে ৪টি সংসদীয় আসন ছেড়ে দিয়েছে বিএনপি। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে এই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

সমঝোতার ভিত্তিতে বিএনপি নির্ধারিত ৪টি আসনে কোনো দলীয় প্রার্থী দেবে না। জমিয়তের পক্ষ থেকে এই আসনগুলোতে প্রতিদ্বন্দ্বিতা করবেন:

নীলফামারী-১: মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, নারায়ণগঞ্জ-৪: মাওলানা মনির হোসাইন কাসেমী, সিলেট-৫: মাওলানা আমির উবায়দুল্লাহ ফারুক ও ব্রাহ্মণবাড়িয়া-২: মাওলানা জুনায়েদ আল হাবিব

সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী এই ৪টি আসনে বিএনপির কোনো প্রার্থী থাকবে না। এমনকি দলের কেউ যদি স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ানোর চেষ্টা করেন, তবে তাঁর বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বিষয়টি পরিষ্কার করে বলেন, ‘এটি একটি পারস্পরিক সমঝোতা। বিএনপি এই ৪টি আসনে ছাড় দিচ্ছে, বিনিময়ে সারা দেশের অন্য সব আসনে জমিয়তে উলামায়ে ইসলাম তাদের কোনো প্রার্থী রাখবে না এবং বিএনপি প্রার্থীদের সমর্থন দেবে।’

দলীয় সূত্রে জানা গেছে, জমিয়ত শুরুতে ৫টি আসনের দাবি করেছিল। প্রাথমিক আলোচনায় বিএনপি ৩টি আসন দিতে সম্মত হলেও পরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিশেষ সুপারিশে আরও একটি আসন বাড়িয়ে মোট ৪টি আসন চূড়ান্ত করা হয়।

সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সালাহউদ্দিন আহমদ এবং জমিয়তের পক্ষে সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দীসহ দুই দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।