দক্ষিণ আফ্রিকায় বন্দুক হামলা, নিহত ৯
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের উপকণ্ঠে অবস্থিত বেকার্সদাল শহরে এক ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। একদল সশস্ত্র দুর্বৃত্তের এলোপাতাড়ি গুলিতে পানশালার মালিকসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও ১০ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সময় শনিবার রাত ১টার দিকে বেকার্সদাল শহরের একটি নিবন্ধিত ও বৈধ পানশালায় এই হামলা চালানো হয়। পুলিশ জানায়, একটি সাদা মাইক্রোবাস ও একটি রুপালি রঙের কারে করে প্রায় ১২ জন সশস্ত্র হামলাকারী সেখানে উপস্থিত হয়। তারা গাড়ি থেকে নেমেই কোনো প্ররোচনা ছাড়াই নির্বিচারে গুলি ছুড়তে শুরু করে। হামলাকারীরা অল্প সময় সেখানে অবস্থান করলেও সেই সংক্ষিপ্ত সময়েই ব্যাপক প্রাণহানি ঘটে।
তবে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল এসএবিসি (SABC) জানিয়েছে, মূল হামলার ঘটনাটি পানশালার ভেতরে নয়, বরং এর বাইরের সড়কে ঘটেছে।
গাউটেং প্রাদেশিক পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার ফ্রেড কেকানা গণমাধ্যমকে জানান, ঘটনার পরপরই অপরাধ ও ব্যবস্থাপনা টিমের সদস্যরা আলামত সংগ্রহ শুরু করেছেন। কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগ ও প্রাদেশিক পুলিশ যৌথভাবে এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ করছে।
তিনি বলেন, ‘আমরা এখনও নিশ্চিত নই কেন এই হামলা চালানো হয়েছে বা এর পেছনে কারা রয়েছে। তবে অপরাধীদের শনাক্ত করতে সর্বোচ্চ চেষ্টা চলছে।’
হামলায় ঘটনাস্থলেই ৯ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। আহত ১০ জনকে দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। জোহানেসবার্গের এই এলাকাটিতে সাম্প্রতিক সময়ে অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে।