জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়
সারাদেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও চলমান বিশেষ অভিযানের অগ্রগতি জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজ রোববার (২১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টায় সচিবালয়ে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ সহ দেশের বর্তমান নিরাপত্তা ব্যবস্থার সার্বিক প্রেক্ষাপট নিয়ে সাংবাদিকদের ব্রিফ করা হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অবৈধ অস্ত্র উদ্ধার, জননিরাপত্তা নিশ্চিত এবং বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের দমনে গত ১৩ ডিসেম্বর থেকে দেশজুড়ে যৌথ বাহিনীর নেতৃত্বে শুরু হয়েছে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’। অভিযানের প্রথম সাত দিনেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে মোট ৫ হাজার ৯৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
এদিকে, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদীর হত্যাকাণ্ডের বিচার এবং নিরাপত্তার ব্যর্থতার দায়ে গতকাল শনিবার শাহবাগে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ হয়েছে। বিভিন্ন ছাত্র সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা এই সমাবেশ থেকে উপদেষ্টাকে পদত্যাগের জন্য ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে পদত্যাগ না করলে শিক্ষার্থী ও সাধারণ জনতাকে সঙ্গে নিয়ে তারা সচিবালয় ঘেরাওসহ আরও কঠোর কর্মসূচি পালন করবেন।
একদিকে দেশজুড়ে যৌথ বাহিনীর ব্যাপক গ্রেপ্তার অভিযান এবং অন্যদিকে সরকারের গুরুত্বপূর্ণ উপদেষ্টার পদত্যাগের আলটিমেটাম— এই দুই পরিস্থিতির মাঝখানে আজকের এই সংবাদ সম্মেলনকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিকেলের এই ব্রিফিং থেকে অপারেশন ডেভিল হান্টের পরবর্তী ধাপ এবং জনরোষ প্রশমনে মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো বিশেষ ঘোষণা আসে কি না, সেদিকেই সবার নজর।