পুতিনের লাইভ ভাষণে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব!
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বার্ষিক লাইভ টেলিভিশন ভাষণ চলাকালে ঘটেছে এক ব্যতিক্রমী ও আলোচিত ঘটনা।
ইউক্রেন যুদ্ধ ও বৈশ্বিক রাজনীতি নিয়ে উত্তপ্ত আলোচনা চলার মধ্যেই সরাসরি সম্প্রচারে নিজের প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেন এক রুশ সাংবাদিক। ‘পুতিনস টিভি ম্যারাথন’ নামে পরিচিত এই অনুষ্ঠানের এমন মুহূর্ত ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
সংবাদ সম্মেলনের একপর্যায়ে স্থানীয় সাংবাদিক কিরিল বাজানভ লাল রঙের বো-টাই পরে হাতে একটি পোস্টার নিয়ে দাঁড়িয়ে পড়েন। পোস্টারে বড় অক্ষরে লেখা ছিল— ‘আমি বিয়ে করতে চাই’। বিষয়টি প্রেসিডেন্ট পুতিনের নজরে এলে তিনি নিজেই বাজানভকে কথা বলার সুযোগ দেন।
প্রথমে সবাই ধারণা করেছিলেন, সাংবাদিকটি হয়তো কোনো গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রশ্ন করবেন। কিন্তু মাইক্রোফোন হাতে নিয়ে বাজানভ ক্যামেরার দিকে তাকিয়ে জানান, তার বান্ধবী ওলেচকাও টেলিভিশনের পর্দায় অনুষ্ঠানটি দেখছেন।
এরপর আবেগঘন কণ্ঠে তিনি বলেন, ‘ওলেচকা, তুমি কি আমাকে বিয়ে করবে?’ এ সময় সম্মেলনকক্ষ উপস্থিত সাংবাদিকদের করতালিতে মুখর হয়ে ওঠে।
প্রস্তাব দেওয়ার পরপরই আবার পেশাদার ভূমিকায় ফিরে গিয়ে বাজানভ রাশিয়ায় জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে প্রেসিডেন্ট পুতিনকে প্রশ্ন করেন, যা উপস্থিতদের মধ্যে হাস্যরসের সৃষ্টি করে।
প্রেমিকার জবাব জানতে বাজানভকে প্রায় এক ঘণ্টার বেশি সময় অপেক্ষা করতে হয়। পরে অনুষ্ঠানের সঞ্চালকেরা নিশ্চিত করেন যে, ওলেচকা তার প্রস্তাবে সম্মতি জানিয়েছেন।
এ খবর শুনে পুতিন রসিকতা করে বলেন, নতুন দম্পতির বিয়ের খরচ জোগাতে চাইলে একটি তহবিল গঠন করা যেতে পারে। যদিও বাজানভ প্রেসিডেন্টকে বিয়ের দাওয়াত দিয়েছেন, তবে পুতিন আনুষ্ঠানিক সাড়া না দিলেও নবদম্পতির জন্য শুভকামনা জানান।
বিপি/ এএস