মবোক্রেসি দেখতে চাই না, সালাহউদ্দিনের কঠোর বার্তা
দেশে চলমান বিশৃঙ্খলা ও গণমাধ্যমে আক্রমণের তীব্র সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, মবোক্রেসি বা গণ-উন্মাদনা রোধে প্রশাসনকে আরও শক্ত ভূমিকা রাখতে হবে।
রোববার (২১ ডিসেম্বর) রাজধানীর বনানীতে গণমাধ্যম সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
সালাহউদ্দিন আহমদ স্পষ্ট করে বলেন, কোনো অজুহাতেই আইন নিজের হাতে তুলে নেওয়া বরদাশত করা হবে না। প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, কিছু গণমাধ্যমকে আগে থেকেই টার্গেট করা হয়েছিল, কিন্তু কেন আগে থেকে সতর্কতা অবলম্বন করা হলো না তা প্রশ্নের বিষয়।
এ ধরনের মবোক্রেসি সরকারের দুর্বলতার প্রতিফলন বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, ‘বাংলাদেশে এমন মবোক্রেসি আর দেখতে চান না এবং প্রশাসনকে এটি কঠোর হস্তে দমন করার আহ্বান জানান।’
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বিএনপি কোনো নির্দিষ্ট ব্যক্তি বা দলের সুবিধার জন্য নয়, বরং দেশের গণতন্ত্রকে শক্তিশালী করতেই সবার সহযোগিতা চায়।’
তিনি উল্লেখ করেন, অতীত ভুলে সামনের দিকে এগোতে হবে, তবে ফ্যাসিবাদের দুঃসহ ইতিহাস সবসময় স্মরণে রাখতে হবে যাতে পুনরাবৃত্তি না ঘটে।
বিপি/ এএস
আরও খবর
বগুড়া-৭ থেকে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ
বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ
তারেক রহমানের সাথে দেশে ফেরার সঙ্গী ‘জেবু’
ওসমান হাদির কবর জিয়ারত করলেন জামায়াত আমির
যে কারণে সরিয়ে নেয়া হলো তারেক রহমানের ফ্লাইটের দুই কেবিন ক্রুকে