1. হোম
  2. আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হামলা

ধ্বংসস্তূপ থেকে আরও ৯৪ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার

Bangla Post Desk
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৫, ১০:৩৭ এএম
ধ্বংসস্তূপ থেকে আরও ৯৪ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার

যুদ্ধবিধ্বস্ত গাজায় ইসরায়েলি আগ্রাসনের ক্ষত এখনো দগদগে। ধ্বংসস্তূপের নিচ থেকে একের পর এক বেরিয়ে আসছে নিথর দেহ। সর্বশেষ তথ্য অনুযায়ী, মধ্য গাজা সিটির বিভিন্ন এলাকা থেকে আরও ৯৪ জন ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে গাজার সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ।

টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদন অনুযায়ী, উদ্ধারকৃত মরদেহগুলো শনাক্তকরণ, ময়নাতদন্ত ও দাফনের যাবতীয় প্রস্তুতির জন্য গাজা সিটির আল-শিফা মেডিকেল কমপ্লেক্সের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহগুলো দেইর আল-বালাহ শহরের শহীদ কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।

গাজার সিভিল ডিফেন্সের আশঙ্কা, ২০২৩ সালের অক্টোবর থেকে চলা ভয়াবহ ইসরায়েলি হামলায় ধসে পড়া ভবনগুলোর নিচে এখনো হাজার হাজার মানুষ চাপা পড়ে আছেন। তারা জানায়, স্বাস্থ্য ও ধর্ম মন্ত্রণালয়ের যৌথ প্রচেষ্টায় তারা বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দাফন করা হাজার হাজার মরদেহ সরিয়ে মূল কবরস্থানগুলোতে স্থানান্তরের কাজ চালিয়ে যাচ্ছে।

গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের দেওয়া তথ্যমতে, এক বছরেরও বেশি সময় ধরে চলা এই নৃশংসতায় এ পর্যন্ত নিহতের সংখ্যা প্রায় ৭০ হাজার ৭০০ ছাড়িয়েছে, যাদের বড় একটি অংশই নারী ও শিশু। এছাড়া হামলায় অন্তত ১ লাখ ৭১ হাজার ১০০ জন ফিলিস্তিনি আহত হয়েছেন।

উল্লেখ্য, গত ১০ অক্টোবর থেকে গাজায় একটি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর রয়েছে। তবে স্থানীয়দের অভিযোগ, চুক্তি সত্ত্বেও ইসরায়েলি আগ্রাসনের রেশ কাটেনি এবং ফিলিস্তিনিরা এখনো প্রায় প্রতিদিনই বিভিন্নভাবে হামলার শিকার হচ্ছেন।