1. হোম
  2. সারাদেশ

সীমান্তে এবার বিজিবির হাতে বিএসএফ সদস্য আটক

Staff Reporter
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৫, ০৩:০৪ পিএম
সীমান্তে এবার বিজিবির হাতে বিএসএফ সদস্য আটক

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম-আঙ্গরপোতা সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় কনস্টেবল বেদ প্রকাশ নামে এক ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২১ ডিসেম্বর) ভোর রাতে তাকে বাংলাদেশের অভ্যন্তর থেকে আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, আটক বেদ প্রকাশ ভারতের অর্জুনআড়ি বিএসএফ ক্যাম্পে কর্মরত ছিলেন। আটকের সময় তার কাছ থেকে ১টি শটগান, ২ রাউন্ড গুলি, ১টি ওয়্যারলেস সেট, ১টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, ভোরে সীমান্ত এলাকায় একদল গরু পারাপারকারীকে ধাওয়া করতে গিয়ে বিএসএফ সদস্যরা আন্তর্জাতিক সীমান্ত রেখা অতিক্রম করে প্রায় ৩০০ গজ ভেতরে ঢুকে পড়েন। ধাওয়া দেওয়ার এক পর্যায়ে কনস্টেবল বেদ প্রকাশ দহগ্রাম এলাকার এক বাংলাদেশির বাড়িতে আশ্রয় নেন। খবর পেয়ে সেখানে টহলরত বিজিবি সদস্যরা তাকে ঘিরে ফেলেন এবং হেফাজতে নেন। বর্তমানে তাকে দহগ্রাম ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধীনে রাখা হয়েছে।

বিজিবি ব্যাটালিয়ন সেক্টর কমান্ডার লে. কর্নেল সেলিম আল দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘আটক বিএসএফ সদস্যের বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। পতাকা বৈঠকের মাধ্যমে পরবর্তী আইনি প্রক্রিয়া বা হস্তান্তর সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

বর্তমানে ওই এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।