1. হোম
  2. আন্তর্জাতিক

ধর্ষণের অভিযোগে সেনাসদস্য গ্রেপ্তার

Bangla Post Desk
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৫, ১১:২১ এএম
ধর্ষণের অভিযোগে সেনাসদস্য গ্রেপ্তার

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের রাজধানী রাঁচিতে ডিউটিরত অবস্থায় এক তরুণীকে (২২) ধর্ষণের অভিযোগে এক সেনা সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত জওয়ানকে বর্তমানে বিচারিক হেফাজতে পাঠানো হয়েছে।

শনিবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে ‘টেলিগ্রাফ ইন্ডিয়া’ জানায়, গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে রাঁচির তাতিসিলওয়ে রেলষ্টেশনে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে। ভুক্তভোগী তরুণী রাঁচি যাওয়ার জন্য স্টেশনে ট্রেনের অপেক্ষা করছিলেন। অভিযোগ অনুযায়ী, সেখানে পাহারার দায়িত্বে থাকা ওই সেনা সদস্য তরুণীকে ফুসলিয়ে একটি ফাঁকা বগিতে নিয়ে যান এবং সেখানে তাকে ধর্ষণ করেন।

রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ) জানায়, অভিযুক্ত সেনা সদস্যের বয়স ৪২ বছর। তিনি উত্তর প্রদেশের প্রয়াগরাজ জেলার সারহা থানার বাসিন্দা। বর্তমানে তিনি পাঞ্জাবের পাতিয়ালায় অবস্থিত ‘৪২ মিডিয়াম রেজিমেন্টে’ কর্মরত ছিলেন। ঘটনার সময় তিনি একটি সামরিক সরঞ্জামবাহী (ডিফেন্স লজিস্টিকস) ট্রেন পাহারা দেওয়ার দায়িত্বে নিয়োজিত ছিলেন।

ভয়াবহ এই ঘটনার সময় তরুণীর চিৎকার শুনে স্টেশনে থাকা সাধারণ মানুষ জড়ো হয়ে চিৎকার-চেঁচামেচি শুরু করেন। অবস্থা বেগতিক দেখে অভিযুক্ত জওয়ান পালানোর চেষ্টা করেন, কিন্তু উপস্থিত জনতা ও রেলওয়ে পুলিশ তাকে হাতে-নাতে ধরে ফেলে। পালানোর সময় পড়ে গিয়ে তিনি সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছেন বলেও জানা গেছে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, ঘটনার সময় ওই জওয়ান মদ্যপ অবস্থায় ছিলেন।

ভুক্তভোগী তরুণীর লিখিত অভিযোগের ভিত্তিতে একটি মামলা (এফআইআর) দায়ের করা হয়েছে। শুক্রবার তাকে স্থানীয় আদালতে তোলা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়। এই ঘটনায় ভারতের সেনাবাহিনী বা সংশ্লিষ্ট ইউনিট থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।