ইমরান খান ও তার দলকে নিষিদ্ধ করার প্রস্তাব পাস

Bangla Post Desk
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত:১০ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৭ পিএম
ইমরান খান ও তার দলকে নিষিদ্ধ করার প্রস্তাব পাস
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি: সংগৃহীত
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-কে রাজনীতি থেকে নিষিদ্ধ করার দাবিতে দেশটির পাঞ্জাবের প্রাদেশিক বিধানসভায় একটি প্রস্তাব পাস হয়েছে।
 
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দেশটির ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লিগ–নওয়াজ (পিএমএল-এন)–এর তাহির পারভেজের উত্থাপিত এই প্রস্তাবটি পিটিআই সদস্যদের বয়কটের মধ্যে গৃহীত হয়।
 
সম্প্রতি ইমরানকে পাকিস্তানের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে আখ্যা দেন দেশটির আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর বা আইএসপিআর-এর মহাপরিচালক আহমেদ শরীফ চৌধুরী।  ইমরানের বিরুদ্ধে জনসাধারণের মধ্যে ‘সেনাবিরোধী’ মনোভাব তৈরিরও অভিযোগ করেন তিনি। সে বক্তব্যের পর এবার পিএমএল-এন অধ্যুষিত পাঞ্জাব প্রাদেশিক পরিষদে পিটিআইয়ের বিরুদ্ধে এমন প্রস্তাব গৃহীত হলো।
 
প্রস্তাবে অভিযোগ করা হয়, ইমরান খান রাষ্ট্রবিরোধী বক্তব্য দিয়ে দেশে বিশৃঙ্খলা ছড়াচ্ছেন। পিটিআই এমপিরা বয়কট করায় তাদের অনুপস্থিতিতেই প্রস্তাবটি পাস হয়।
 
প্রস্তাবটি উপস্থাপন করেন পিএমএল-এনের এমপিএ তাহির পারভেজ। প্রস্তাবে বলা হয়, যে প্রতিষ্ঠানগুলো পাকিস্তানকে সব দিক থেকে রক্ষা করে এবং ভারতের মতো পাঁচ গুণ বড় শত্রুর মোকাবিলা করতে সফল হয়েছে, সেগুলো দেশের অখণ্ডতা ও স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শত্রু রাষ্ট্রের হাতিয়ার হিসেবে কাজ করার কারণে রাজনৈতিক দল (পিটিআই) ও এর প্রতিষ্ঠাতা নেতার (ইমরান খান) ওপর নিষেধাজ্ঞা আরোপ করা উচিত। ওই নেতার বিরুদ্ধে দেশবিরোধী বক্তব্য দেওয়া ও বিশৃঙ্খলা ছড়ানোরও অভিযোগ রয়েছে’-যোগ করা হয় প্রস্তাবে।

দাবি করা হয়, রাজনৈতিক বা অরাজনৈতিক কোনও ব্যক্তির বিরুদ্ধে এ ধরনের অভিযোগ উঠলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে তার ‘উপযুক্ত শাস্তি’ নিশ্চিত করতে হবে।

প্রাদেশিক পরিষদ ভবনের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে পাঞ্জাবের তথ্যমন্ত্রী আজমা বোখারি বলেন, তিনি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করা বা কোনো প্রদেশে গভর্নরশাসন জারি করার পক্ষে নন। তবে পিটিআই-এর ‘সাম্প্রতিক কর্মকাণ্ড’ কর্তৃপক্ষকে সেই পথে ঠেলে দিচ্ছে বলে মনে করেন তিনি।

তার জানান, পিটিআই যদি পথ না বদলায়, সরকার দলটির ওপর নিষেধাজ্ঞা বা (পিটিআই-শাসিত খাইবার পাখতুনখোয়ায়) গভর্নরশাসনের মতো বিকল্প বিবেচনায় করতে পারে।
 
বিপি/আইএইচ