চলন্ত গাড়ির ওপর আছড়ে পড়ল বিমান

Bangla Post Desk
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত:১০ ডিসেম্বর ২০২৫, ১২:৪৪ পিএম
চলন্ত গাড়ির ওপর আছড়ে পড়ল বিমান
ছবি- সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের কোকোয়া শহরে সড়ক চলমান একটি গাড়ির ওপর আছড়ে পড়েছে একটি ছোট উড়োজাহাজ। দুর্ঘটনাটি সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে ঘটে।

ফ্লোরিডা হাইওয়ে পেট্রোল পুলিশ জানায়, আই-১৯ মহাসড়কে জরুরি অবতরণের চেষ্টা করার সময় উড়োজাহাজটি একটি চলন্ত টয়োটা ক্যামরি গাড়ির ওপর আছড়ে পড়ে। গাড়িটি চালাচ্ছিলেন ৫৭ বছর বয়সী একজন নারী। বিমানটিতে ছিলেন দুইজন, উভয়ের বয়স ২৭ বছর।

দুর্ঘটনার পর গাড়ি ও বিমান থেকে তিনজনকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, গাড়ির চালক সামান্য আহত হয়েছেন, তবে বিমানের চালক ও যাত্রী অক্ষত আছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, বিমানের ইঞ্জিনে সমস্যা দেখা দেওয়ায় পাইলট জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। তিনি মূলত মহাসড়কের পাশে ফাঁকা ঝোপ এলাকায় অবতরণ করতে চেয়েছিলেন, কিন্তু ইঞ্জিন বন্ধ হওয়ায় সেটি সম্ভব হয়নি এবং বিমান গাড়ির ওপর আছড়ে পড়ে।

সামান্য আহত গাড়িচালক এবং অক্ষত বিমান যাত্রীর সঙ্গে এই দুর্ঘটনার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

বিপি/ এএস