মরক্কোয় দুই ভবন ধসে ১৯ জনের প্রাণহানি
আফ্রিকার মুসলিম অধ্যুষিত দেশ মরক্কোর উত্তর-পূর্বাঞ্চলীয় শহর ফেজে দুটি ভবন ধসে অন্তত ১৯ জন নিহত এবং ১৬ জন আহত হয়েছে।
স্থানীয় সময় বুধবার (১০ ডিসেম্বর) ভোরে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে বলে রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাতে জানিয়েছে রয়টার্স।
শহরটির স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, পাশাপাশি গড়ে ওঠা দুটি চারতলা ভবন মুহূর্তের মধ্যে ধসে পড়ে। ভবন দুটি আল-মুস্তাকবাল এলাকায় অবস্থিত ছিল এবং সেখানে ৮টি পরিবার বসবাস করত।
ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই স্থানীয় প্রশাসন, নিরাপত্তা বাহিনী এবং সিভিল প্রটেকশন ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে।
আহতদের উদ্ধার করে ফেজ বিশ্ববিদ্যালয় হাসপাতাল কেন্দ্রে নেওয়া হয়েছে। ধ্বংসস্তুপের নিচে আরও কেউ আটকা আছে কি না তা জানতে দিন-রাত চলেছে অনুসন্ধান ও উদ্ধার কাজ।
উল্লেখ্য, মরক্কোর অধিকাংশ জনসংখ্যা, অর্থনৈতিক ও শিল্পকেন্দ্র এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত; দেশের বাকি অংশ কৃষি, মৎস্য ও পর্যটন নির্ভর।
