ট্রাম্পের এক ফোন কলেই থামবে কম্বোডিয়া-থাইল্যান্ডের যুদ্ধ!

Bangla Post Desk
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত:১০ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৫ পিএম
ট্রাম্পের এক ফোন কলেই থামবে কম্বোডিয়া-থাইল্যান্ডের যুদ্ধ!
ডোনাল্ড ট্রাম্প। ছবি- সংগৃহীত

থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে চলমান সংঘাত তৃতীয় দিনে প্রবেশ করেছেদুই দিনের লড়াইয়ে অন্তত ১৩ জন মারা গেছেন, এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছেন

উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় উভয় দেশই সীমান্তবর্তী এলাকা থেকে লাখ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি দুই দেশের নেতাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্থিতিশীল করার চেষ্টা করবেন। জুলাইয়ে দুই দেশের পাঁচ দিনের সংঘাতের পর যে যুদ্ধবিরতি হয়, তাতে ট্রাম্পের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল।

যদিও থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, তারা এই মুহূর্তে আলোচনা শুরু করতে আগ্রহী নন এবং এখনো তৃতীয় পক্ষের মধ্যস্থতা প্রয়োজন হয়নি।

অন্যদিকে, কম্বোডিয়া জানিয়েছে, তারা যে কোনো সময়ে আলোচনায় অংশগ্রহণের জন্য প্রস্তুত।

ট্রাম্প আরও বলেছেন, তিনি অতীতে ভারত-পাকিস্তান, ইরান-ইসরায়েলসহ কয়েকটি সংঘাত কমাতে ভূমিকা রেখেছেন এবং এক ফোন কলের মাধ্যমে থাইল্যান্ড-কম্বোডিয়ার সংঘাতও থামানো সম্ভব হতে পারে।

জুলাইয়ে সংঘাতের সময় কমপক্ষে ৪৮ জন নিহত হয়েছিল। তখন ট্রাম্পের চাপের কারণে দুই দেশই যুদ্ধবিরতিতে রাজি হয়েছিল। তবে থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী আবারও হুঁশিয়ারি দিয়েছেন, শুল্ক বা বাণিজ্য চাপ দিয়ে আলোচনায় বসানো উচিত হবে না।

গত অক্টোবর দুই দেশের নেতারা ট্রাম্পের উপস্থিতিতে সীমান্তে উত্তেজনা কমানোর কয়েকটি পদক্ষেপে একমত হয়েছিলেন। কিন্তু সম্প্রতি এক মাইন বিস্ফোরণে থাইল্যান্ডের এক সেনার অঙ্গহানি ঘটার পর দেশটি সমঝোতা থেকে সরে এসেছে। থাইল্যান্ডের দাবি, কম্বোডিয়া নতুন করে মাইন বসিয়েছে; তবে কম্বোডিয়া এটি অস্বীকার করেছে।

চলতি সপ্তাহের সংঘাত শুরু হওয়ার পর কম্বোডিয়া জানিয়েছে, থাই হামলায় অন্তত ৯ বেসামরিক নিহত এবং ২০ জন গুরুতর আহত হয়েছেন। থাইল্যান্ড জানিয়েছে, তাদের ৪ সেনা নিহত এবং ৬৮ জন আহত হয়েছেন।

বিপি/ এএস