সাজিদকে বের করতে সুড়ঙ্গ খোঁড়া শুরু
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:১১ ডিসেম্বর ২০২৫, ০৮:৫০ এএম
১৯ ঘণ্টা পেরিয়ে গেলেও উদ্ধার করা যায় নি রাজশাহীর তানোরে পরিত্যাক্ত গভীর নলকূপে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে। সারারাত অক্সিজেন সরবরাহের পর বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে শিশুটি যে গর্তের মধ্যে পড়ে যায় সেদিকে সুড়ঙ্গ খোঁড়া শুরু করে ফায়ার সার্ভিস।
উচ্চক্ষমতাসম্পন্ন দুটো এক্সিভেটর দিয়ে চলছে এই খনন কাজ। বৃহস্পতিবার ভোর ৬ টা থেকে শুরু হয় সুড়ঙ্গ খনন। দেড় ঘণ্টা ধরে খনন করেও খোঁজ মিলছেনা শিশুটির।
এর আগে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট বুধবার রাতভর চালায় উদ্ধারকার্য।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের ধানখড়ের মাঠে মায়ের পিছু পিছু হাটতে গিয়ে হঠাৎ ৪০ ফুট গভীর একটি গর্তে পড়ে যায় সে। গর্তটির ব্যসার্ধ মাত্র ৮ সেন্টিমিটার।
