৯ ঘণ্টায়ও উদ্ধার হয়নি গভীর নলকূপে পড়ে যাওয়া শিশু সাজিদ

Bangla Post Desk
নিজস্ব প্রতিবেদক রাজশাহী
প্রকাশিত:১০ ডিসেম্বর ২০২৫, ১১:৩০ পিএম
৯ ঘণ্টায়ও উদ্ধার হয়নি গভীর নলকূপে পড়ে যাওয়া শিশু সাজিদ
ছবি: সংগৃহীত

দীর্ঘ ৯ ঘণ্টা পার হলেও রাজশাহীর তানোরে একটি নলকূপের প্রায় ৫০ ফুট গভীরে পড়ে যাওয়া শিশু সাজিদকে এখনো উদ্ধার করা যায়নি। তবে শিশুটিকে উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট। 

বুধবার (১০ ডিসেম্বর) রাত পৌনে ১১টাও শিশুটিকে উদ্ধারের খবর মেলেনি।

ফায়ার সার্ভিস জানায়, স্থানীয়রা শিশুটিকে উদ্ধারের চেষ্টা করার সময় তার ওপর মাটি পড়েছে বলে ধারণা করা হচ্ছে। ফলে ক্যামেরা দিয়েও শিশুটিকে দেখা যায়নি। এখন অবধি ২৫ ফুট গভীর পর্যন্ত মাটি কাটা হয়েছে।

এর আগে, দুপুর ১টার দিকে উপজেলার কোয়েলহাট গ্রামে মায়ের সঙ্গে খেলতে গিয়ে গভীর নলকূপের খোলা মুখ দিয়ে ভেতরে পড়ে যায় শিশু সাজিদ। খবর পেয়ে দুপুর পৌনে ২টা থেকে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস।এখনো থেকে সেখানেই আটকে আছে শিশুটি।

ফায়ার সার্ভিস তখন জানায়, ভেকু মেশিন না পৌঁছানো পর্যন্ত উদ্ধার অভিযান পুরোপুরি চালানো সম্ভব না। আপাতত কূপের ভেতরে অক্সিজেন সরবরাহের চেষ্টা করা হচ্ছে।