দাদির সঙ্গে অভিমানে কিশোরীর আত্মহত্যা

Bangla Post Desk
নোয়াখালী সংবাদদাতা
প্রকাশিত:১০ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৩ পিএম
দাদির সঙ্গে অভিমানে কিশোরীর আত্মহত্যা
ছবি- সংগৃহীত

নোয়াখালীর হাতিয়াতে কীটনাশক খেয়ে প্রিয়া আক্তার (১৩) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে।

বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নের মদিনা গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

প্রিয়া আক্তার উপজেলার মদিনা গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে।

এর আগে, মঙ্গলবার বিকেল ৫টার দিকে একই গ্রামের নিজ বাড়িতে ধান খেতে ছিটানোর কীটনাশক খেয়ে অসুস্থ হয়ে পড়ে প্রিয়া আক্তার।পরে মঙ্গলবার রাত ৩টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রিয়া স্থানীয় মক্তবে আরবি পড়ত। কিন্ত সে ঠিকমতো লেখাপড়া ও সংসারে কাজকর্ম করত না। এ নিয়ে তাকে তার দাদি বকাঝকা করেন। এতে অভিমানে মঙ্গলবার বিকেলে সে ঘরের দরজা বন্ধ করে ধান খেতে ছিটানো কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করে।

পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

হাতিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল বারী বলেন, এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে।