ওজন বাড়লেই দল থেকে বাদ, কড়া বার্তা গার্দিওলার
চলমান বড়দিনের ছুটিতে ম্যানচেস্টার সিটির ফুটবলারদের ফিটনেস নিয়ে কোনো ছাড় দিতে নারাজ কোচ পেপ গার্দিওলা। এ জন্য খেলোয়ারদের কঠোর বার্তা দিয়েছেন তিনি।
তিনি জানিয়েছেন, বড়দিনের ছুটি কাটিয়ে আসার পর খেলোয়াড়দের ওজন পরীক্ষা করবেন এবং কারও ওজন বেড়ে গেলে তাকে পরবর্তী ম্যাচে দলে রাখবেন না।
গত শনিবার ওয়েস্ট হ্যামের বিপক্ষে ৩-০ গোলের জয় পেলেও খেলোয়াড়দের বিষয়ে নিজের কঠোর অবস্থান বজায় রেখেছেন স্প্যানিশ এই কোচ। গার্দিওলা জানান, ছুটিতে যাওয়ার আগেই সকল খেলোয়াড়ের ওজন নথিভুক্ত করা হয়েছে। ছুটি শেষে ফিরে আসার পর তিনি নিজেই ওজন পরিমাপ করবেন।
গার্দিওলার ভাষ্য, খেলোয়াড়রা ছুটিতে সব ধরনের খাবার খেতে পারবে, তবে অবশ্যই নিয়ন্ত্রণ বজায় রাখতে হবে। যদি কেউ অতিরিক্ত ওজন নিয়ে ফেরে, তাহলে ২৭ ডিসেম্বর নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ম্যাচে তার খেলার সুযোগ থাকবে না।
তবে চ্যাম্পিয়নস লিগজয়ী এই কোচ খেলোয়াড়দের মানসিক বিশ্রামের গুরুত্বও তুলে ধরেন। তিনি বলেন, ফুটবলারদের পরিবারের সঙ্গে সময় কাটানো ও কিছু সময়ের জন্য ফুটবল থেকে দূরে থাকা প্রয়োজন। এতে তারা মানসিকভাবে সতেজ হয়ে ফিরে আসবে এবং মাঠে ভালো পারফরম্যান্স দিতে পারবে।
ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে ১৭ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আর্সেনাল। সমান ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ম্যানচেস্টার সিটি। শীর্ষে থাকা গানারদের ওপর চাপ ধরে রাখতেই গার্দিওলার এমন কঠোর অবস্থান বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।
বিপি/আইএইচ