বক্সিং ডে টেস্টের আগে বড় ধাক্কা ইংলিশ শিবিরে
অ্যাশেজের প্রথম তিন টেস্টেই হেরে সিরিজ হেরে গেছে ইংল্যান্ড। আগামী শুক্রবার (২৬ ডিসেম্বর) মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে গড়াবে বক্সিং ডে টেস্ট। তবে ম্যাচের আগে বড় ধাক্কা খেল ইংল্যান্ড দল।
চোটের কারণে সিরিজের বাকি দুই টেস্ট থেকে ছিটকে গেছেন পেসার জোফরা আর্চার। ইংল্যান্ড দলের এক মুখপাত্র স্কাই নিউজকে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, চলতি অ্যাশেজে আর মাঠে নামতে পারবেন না এই তারকা পেসার।
পুরো সিরিজজুড়েই ইংল্যান্ডের ব্যাটাররা ব্যর্থ হলেও বোলিং বিভাগ কিছুটা স্বস্তির জায়গা ছিল। সেখানে নেতৃত্ব দিচ্ছিলেন দীর্ঘদিন পর চোট কাটিয়ে ফেরা আর্চার। তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে তিনি ৫৩ রানে ৫ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে করেন মূল্যবান ৫১ রান। তবে সেই পারফরম্যান্সের পরই ফের ইনজুরিতে পড়লেন তিনি।
এরই মধ্যে বক্সিং ডে টেস্টের জন্য একাদশ ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ঘোষিত দলে আর্চারের পাশাপাশি জায়গা হয়নি অফফর্মে থাকা টপঅর্ডার ব্যাটার ওলি পোপের। চলতি সিরিজে ধারাবাহিকভাবে ব্যর্থ হওয়ায় তাকে বাদ দেওয়া হয়েছে চতুর্থ টেস্টের একাদশ থেকে।
এই দুই ক্রিকেটারের পরিবর্তে দলে অন্তর্ভুক্ত হয়েছেন গাস অ্যাটকিনসন ও জ্যাকব বেথেল। আর্চারের জায়গায় খেলবেন অ্যাটকিনসন, আর পোপের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন বেথেল।
বক্সিং ডে টেস্টে ইংল্যান্ডের একাদশ
বেন স্টোকস (অধিনায়ক), জ্যাক ক্রাউলি, বেন ডাকেট, জ্যাকব বেথেল, জো রুট, হ্যারি ব্রুক, জেমি স্মিথ, উইল জ্যাকস, গাস অ্যাটকিনসন, ব্রাইডন কার্স, জস টং।
বিপি/আইএইচ