বিপিএল শুরুর আগেই ধাক্কা খেল চট্টগ্রাম রয়্যালস
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর শুরুর বাকি মাত্র ৪৮ ঘণ্টা। মাঠের লড়াই শুরুর ঠিক আগমুহূর্তে দুই তারকা বিদেশি ক্রিকেটারকে হারিয়ে বিপাকে পড়েছে চট্টগ্রাম রয়্যালস। আয়ারল্যান্ডের হার্ডহিটার ব্যাটার পল স্টার্লিং এবং শ্রীলঙ্কান উইকেটরক্ষক-ব্যাটার নিরোশান ডিকভেলা এবারের আসর থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছেন।
চট্টগ্রাম রয়্যালস সূত্র জানিয়েছে, নিজ নিজ দেশের ক্রিকেট বোর্ড থেকে অনাপত্তিপত্র বা এনওসি না পাওয়ায় এই দুই ক্রিকেটার বিপিএল খেলতে পারছেন না।
ডিকভেলা ও স্টার্লিং দুজনই দলটির ব্যাটিং অর্ডারের মূল ভরসা ছিলেন। তাদের হঠাৎ অনুপস্থিতি ফ্র্যাঞ্চাইজিটির টুর্নামেন্ট শুরুর প্রস্তুতিতে বড় ধরনের প্রভাব ফেলেছে।
সংকট এখানেই শেষ নয়; চট্টগ্রামের জন্য আরও দুঃসংবাদ নিয়ে আসছেন পাকিস্তানি লেগ স্পিনার আবরার আহমেদ। শুরুতে এনওসি পেলেও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এখন তাকে নিয়ে ভিন্ন চিন্তা করছে।
আগামী বিশ্বকাপের পরিকল্পনার অংশ হিসেবে আবরারের ওপর বাড়তি চাপ কমাতে চায় পিসিবি। ফলে যে কোনো সময় তার অনাপত্তিপত্র বাতিল হতে পারে বলে জানা গেছে।
টুর্নামেন্ট শুরুর ঠিক আগমুহূর্তে এই শূন্যস্থান পূরণ করা চট্টগ্রামের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এত অল্প সময়ে মানসম্পন্ন বিদেশি ক্রিকেটার খুঁজে বের করে তাদের উড়িয়ে আনা এবং কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য হাতে একদমই সময় নেই।
উল্লেখ্য, আগামী ২৬ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পর্দা উঠছে বিপিএলের দ্বাদশ আসরের। উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৭টায় নবাগত দল ‘নোয়াখালী এক্সপ্রেস’-এর বিপক্ষে মাঠে নামার কথা রয়েছে চট্টগ্রামের।
মূল লড়াই শুরুর আগে বিদেশি শক্তির এই সংকট চট্টগ্রাম রয়্যালসের পারফরম্যান্সে কতটা প্রভাব ফেলে, এখন সেটিই দেখার বিষয়।