1. হোম
  2. খেলাধুলা

বিপিএলে প্রথমবার যে ঘটনা ঘটালো নোয়াখালি

Staff Reporter
বাংলা পোস্ট প্রতিবেদক
ঢাকা
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৫, ০৮:৫১ এএম
বিপিএলে প্রথমবার যে ঘটনা ঘটালো নোয়াখালি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর শুরুর আগেই এক অনন্য ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে ক্রিকেট বিশ্ব। বিপিএলের দীর্ঘ পথচলায় যা আগে কখনো ঘটেনি, এবার তাই করে দেখালো নবাগত ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেস।

আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবির পাশাপাশি তার ছেলে হাসান ইসাখিলকেও দলে ভিড়িয়েছে তারা। ফলে বিপিএলের ইতিহাসে এই প্রথম বাবা ও ছেলেকে একই দলের জার্সিতে মাঠে দেখা যাবে।

নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে এই দুই ক্রিকেটারের ছবি প্রকাশ করে নোয়াখালী এক্সপ্রেস তাদের আঞ্চলিক ঢঙে ক্যাপশন দিয়েছে— ‘বাপে-হোলায় নোয়াখালী চলি আইছেরে’। অর্থাৎ, বাবা ও ছেলে দুজনই এখন নোয়াখালীর প্রতিনিধি। ফ্র্যাঞ্চাইজিটি তরুণ তুর্কি হাসান ইসাখিলকে তাদের শিবিরে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফেরিওয়ালা মোহাম্মদ নবি ও তার সন্তান হাসান ইসাখিল এর আগে আফগানিস্তানের ঘরোয়া ক্রিকেটে একই দলে খেলেছেন। তবে বিদেশের কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে এই প্রথম তারা সতীর্থ হিসেবে মাঠ মাতাবেন। ক্রিকেট ভক্তদের কাছে এই বাবা-ছেলে জুটি এখন বিপিএলের অন্যতম বড় আকর্ষণ।

অভিজ্ঞ মোহাম্মদ নবি বিশ্ব ক্রিকেটের এক চেনা নাম হলেও, ছেলে হাসান ইসাখিলও প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন। টি-টোয়েন্টি ফরম্যাটে এখন পর্যন্ত ৩০টি ম্যাচ খেলেছেন এই তরুণ। ২৭.১৮ গড়ে তিনি সংগ্রহ করেছেন ৭৩৪ রান। ১২৪.১৯ স্ট্রাইকরেটে ব্যাট করা এই ওপেনারের ঝুলিতে রয়েছে ৬টি হাফ সেঞ্চুরি।

নবি-ইসাখিল ছাড়াও দেশি-বিদেশি একঝাঁক তারকা নিয়ে বেশ ভারসাম্যপূর্ণ দল গড়েছে নোয়াখালী এক্সপ্রেস।

দেশি তারকা: সৌম্য সরকার, জাকের আলী অনিক, হাসান মাহমুদ, মাহিদুল ইসলাম অঙ্কন, নাজমুল ইসলাম অপু, মেহেদী হাসান রানা, শাহাদাত হোসেন দিপু।

বিদেশি তারকা: মোহাম্মদ নবি, হাসান ইসাখিল, কুশল মেন্ডিস, জনসন চার্লস, সেদিকউল্লাহ আতাল, জহির খান, হায়দার আলী, ইহসানউল্লাহ খান।

বিপিএলের এই নতুন মৌসুমে এই ঐতিহাসিক বাবা-ছেলে জুটি মাঠের পারফরম্যান্সে কতটা প্রভাব ফেলতে পারেন, এখন সেটিই দেখার অপেক্ষা।

ট্যাগ: বিপিএল