এবারের বিপিএল মাতাবেন যেসব বিদেশি
আগামী ২৬ ডিসেম্বর সিলেটে পর্দা উঠতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর। টুর্নামেন্ট শুরুর সময় ঘনিয়ে আসলেও বিদেশি ক্রিকেটারদের দলে পাওয়া নিয়ে বরাবরের মতোই কিছুটা চ্যালেঞ্জের মুখে রয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। তবে উদ্বোধনী ম্যাচের আগে বেশিরভাগ বিদেশি তারকা বাংলাদেশে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।
সিলেটে মোহাম্মদ আমির, অপেক্ষায় মঈন আলী
স্বাগতিক সিলেট ফ্র্যাঞ্চাইজি তাদের শক্তি বাড়াতে ইতিমধ্যেই উড়িয়ে এনেছে পাকিস্তানের অভিজ্ঞ বাঁহাতি পেসার মোহাম্মদ আমিরকে। সোমবার রাতে তিনি সিলেটে পৌঁছে দলের সঙ্গে যোগ দিয়েছেন। ফ্র্যাঞ্চাইজি সূত্রে জানা গেছে, দলের বড় দুই তারকা মঈন আলী ও আজমতউল্লাহ ওমরজাইকে শুরুতেই পাওয়া না গেলেও উদ্বোধনী ম্যাচের আগে বাকি বিদেশি ক্রিকেটাররা স্কোয়াডে যুক্ত হবেন।
রাজশাহীর ডেরায় একঝাঁক বিদেশি
রাজশাহী ওয়ারিয়র্স তাদের বিদেশি কোটা পূরণে বেশ দ্রুতগতিতে কাজ করছে। সরাসরি চুক্তিতে থাকা পাকিস্তানের সাহিবজাদা ফারহান ও অলরাউন্ডার মোহাম্মদ নাওয়াজ ইতিমধ্যেই বাংলাদেশে পা রেখেছেন। তাদের সঙ্গে যোগ দিয়েছেন নেপালি লেগ স্পিনার সন্দীপ লামিচানে। এছাড়া পাকিস্তানের হুসেইন তালাত এবং শ্রীলঙ্কার পেসার বিনুরা ফার্নান্দোও রাজশাহীর শিবিরে যোগ দিয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে।
রংপুর ও ঢাকার পরিস্থিতি
রংপুর রাইডার্সের হয়ে মাঠ মাতাতে প্রথম বিদেশি হিসেবে বাংলাদেশে পৌঁছেছেন পাকিস্তানি অলরাউন্ডার খুশদিল শাহ। অন্যদিকে ঢাকা ক্যাপিটালস শিবিরে যোগ দিয়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। ঢাকা কর্তৃপক্ষ আশা করছে, আজ বা কালকের মধ্যে তাদের বাকি বিদেশি ক্রিকেটাররাও দলের অনুশীলনে যোগ দেবেন।
অপেক্ষায় চট্টগ্রাম ও নোয়াখালী
অন্যান্য দলগুলো গুছিয়ে উঠলেও চট্টগ্রাম রয়েলস এবং নবাগত নোয়াখালী ফ্র্যাঞ্চাইজির কোনো বিদেশি ক্রিকেটার এখনও বাংলাদেশে এসে পৌঁছাননি। তবে বিসিবি ও ফ্র্যাঞ্চাইজি সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, আগামী ২৫ ডিসেম্বরের মধ্যে সব দলের বিদেশি ক্রিকেটারদের উপস্থিতিতে পূর্ণাঙ্গ রূপ পাবে এবারের বিপিএল।
মূলত বিশ্বজুড়ে চলমান অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগের সূচির কারণে বিদেশি ক্রিকেটারদের পেতে বিপিএলের দলগুলোকে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। সব বাধা কাটিয়ে ২৬ ডিসেম্বর থেকে মাঠের লড়াই শুরু হওয়ার অপেক্ষায় এখন ক্রিকেটপ্রেমীরা।