বাংলাদেশের ১৬ সদস্যের শক্তিশালী দল ঘোষণা
দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জাতীয় দলের নেতৃত্বে ফিরলেন সাবিনা খাতুন। কোচ পিটার বাটলারের সঙ্গে দ্বন্দ্ব এবং জাতীয় দল থেকে সাময়িক দূরত্বের পর এবার সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) নারী ফুটসাল টুর্নামেন্টের জন্য ঘোষিত দলের অধিনায়কত্ব তুলে দেওয়া হয়েছে তার হাতেই।
আগামী ১৩ জানুয়ারি থাইল্যান্ডে পর্দা উঠতে যাচ্ছে সাফ নারী ফুটসাল টুর্নামেন্টের। এই প্রতিযোগিতাকে সামনে রেখে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) নারী ও পুরুষ—উভয় দলের চূড়ান্ত স্কোয়াড প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
ঘোষিত ১৪ সদস্যের নারী দলে অভিজ্ঞ সাবিনা খাতুনের সঙ্গে ফিরেছেন ২০২২ সালের সাফজয়ী দলের মিডফিল্ডার মার্জিয়া। এছাড়াও দীর্ঘদিন পর জাতীয় দলের রাডারে জায়গা করে নিয়েছেন অভিজ্ঞ মিশরাত জাহান মৌসুমী। তবে প্রাথমিক তালিকায় থাকলেও চূড়ান্ত স্কোয়াড থেকে ছিটকে গেছেন উন্নতি খাতুন, নাসরিন আক্তার ও সেজুতি ইসলাম স্মৃতি।
উল্লেখ্য, ২০১৮ সালে এশীয় কাপ ফুটসাল বাছাইয়ের পর দীর্ঘ সাত বছর বিরতি দিয়ে আবারও ফুটসাল অঙ্গনে ফিরছে বাংলাদেশের মেয়েরা। সেবারও দলের কান্ডারি ছিলেন সাবিনাই।
একই সঙ্গে ঘোষিত পুরুষ ফুটসাল দলে বড় কোনো পরিবর্তনের চমক নেই। ইন্দোনেশিয়ায় এশীয় বাছাইপর্বে দলের নেতৃত্ব দেওয়া কানাডা প্রবাসী রাহবার খানই থাকছেন অধিনায়কের দায়িত্বে। নতুনদের মধ্যে ইংল্যান্ড প্রবাসী ফুটবলার ইমান আলমকে ঘিরে বাড়তি প্রত্যাশা রয়েছে ফুটবল মহলে।
বাংলাদেশ নারী ফুটসাল দল:
সাবিনা খাতুন (অধিনায়ক), মাতসুশিমা সুমাইয়া, মাসুরা পারভীন, কৃষ্ণা রানী সরকার, লিপি আক্তার, মেহেনুর আক্তার, রাত্রি মনি, সুমি খাতুন, নওসিন জাহান, নিলুফা ইয়াসমিন নীলা, মিশরাত জাহান মৌসুমী, মার্জিয়া, সাথী বিশ্বাস, ইতি রানী ও স্বপ্না আক্তার জুলি।