1. হোম
  2. খেলাধুলা

বৈভবের ১৪ বছরেই বিশ্বরেকর্ড!

Bangla Post Desk
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৫, ০১:১৯ পিএম
বৈভবের ১৪ বছরেই বিশ্বরেকর্ড!
বৈভব সূর্যবংশী। ছবি- সংগৃহীত

বৈভব সূর্যবংশী এবং রেকর্ড, এ যেন মুদ্রার এপিঠ-ওপিঠ। ১৪ বছর বয়সী ক্রিকেটার বৈভব সূর্যবংশী বিজয় হাজারে ট্রফির প্রথম দিনেই ক্রিকেট বিশ্বকে চমকে দিলেন। অরুণাচল প্রদেশের বিপক্ষে ম্যাচে মাত্র ৮৪ বলে ১৯০ রান করেন এই বাঁহাতি ওপেনার, গড়লেন বিশ্বরেকর্ড।

টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বিহার। শুরুতেই ঝড় তুললেন বৈভব। মাত্র ৩৬ বল খেলে সেঞ্চুরি পূর্ণ করেন, যার মধ্যে ১০টি চার ও ৮টি ছক্কা। শুধু বাউন্ডারি থেকেই আসে ৮৮ রান। এটি ভারতীয় প্রথম শ্রেণির ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি।

এই ইনিংসে বৈভব বিশ্বের কনিষ্ঠতম হিসেবে সেঞ্চুরি পূর্ণ করার রেকর্ডও স্থাপন করেন। এছাড়া, ৫৯ বলেই ১৫০ রান পূর্ণ করে তিনি ২০১৫ সালের এবি ডি ভিলিয়ার্সের রেকর্ড ভেঙেছেন।

শেষ পর্যন্ত ডাবল সেঞ্চুরি হাতছাড়া হলেও বৈভব আউট হন ১৯০ রানে। তাঁর ইনিংস সাজানো ছিল ১৬টি চার ও ১৫টি ছক্কা দিয়ে, অর্থাৎ শুধুমাত্র বাউন্ডারি থেকেই এসেছে ১৫৪ রান।

ম্যাচটিতে ভারতের দুই সিনিয়র ব্যাটার বিরাট কোহলি ও রোহিত শর্মা অংশগ্রহণ করলেও সকল আলো ছিনিয়ে নেন কেবল ১৪ বছরের এই তরুণ ব্যাটার।

ট্যাগ: ক্রিকেট