মধুর ক্যান্টিনে ভাঙচুর, যুবক আটক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ঐতিহ্যবাহী মধুর ক্যান্টিনে ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে এক অজ্ঞাত যুবক এই হামলা চালায়। এ ঘটনায় অভিযুক্ত ওই যুবককে আটক করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে নেওয়া হয়েছে।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে হামলাকারী যুবককে অসংলগ্ন কথা বলতে দেখা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে ওই যুবক মধুর ক্যান্টিনের সামনে থাকা একটি পোস্টার ছেঁড়ার চেষ্টা করে। পরে তিনি ক্যান্টিনের ভেতরে প্রবেশ করে বিভিন্ন টেবিল ছুড়ে ফেলে ভাঙচুর চালান। এক পর্যায়ে উপস্থিত শিক্ষার্থীরা তার পরিচয় জানতে চাইলে তিনি নিজের নাম সাগর বলে জানান এবং বাড়ি কুমিল্লা বলে দাবি করেন।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাবির সহকারী প্রক্টর ড. রফিকুল ইসলাম নিশ্চিত করেন।
এ ঘটনায় তার বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে জানতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।