1. হোম
  2. খেলাধুলা

বাংলাদেশ থেকে ক্রিকেটার নিতে চায় সৌদি আরব

Bangla Post Desk
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৫, ০১:০৯ পিএম
বাংলাদেশ থেকে ক্রিকেটার নিতে চায় সৌদি আরব

ফুটবলের পর এবার ক্রিকেটেও বিশ্বমঞ্চে নিজেদের অবস্থান শক্ত করতে চাইছে সৌদি আরব। ‘ভিশন ২০৩০’-এর অংশ হিসেবে শক্তিশালী জাতীয় দল গঠনের লক্ষ্যে বাংলাদেশ থেকে অভিজ্ঞ ক্রিকেটার ও কোচ চেয়েছিল দেশটি। তবে জাতীয় স্বার্থের কথা বিবেচনা করে সেই প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আন্তর্জাতিক ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজ তাদের এক প্রতিবেদনে এইমনটাই জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব স্বল্প সময়ের মধ্যে একটি প্রতিযোগিতামূলক দল গঠন করতে চায়। এজন্য তারা উপমহাদেশ ও পার্শ্ববর্তী দেশগুলো থেকে প্রতিভাবান ক্রিকেটারদের নিজেদের দেশে নিয়ে স্থায়ী নাগরিকত্ব দিয়ে জাতীয় দলে খেলানোর পরিকল্পনা হাতে নিয়েছে। এই উচ্চাভিলাষী প্রকল্পের অংশ হিসেবেই তারা বাংলাদেশের দ্বারস্থ হয়েছিল।

সৌদি আরবের পক্ষ থেকে প্রস্তাব পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি জানান, প্রায় দুই মাস আগে সৌদি ক্রিকেট বোর্ড পুরুষ ও নারী ক্রিকেটারের পাশাপাশি দক্ষ কোচিং স্টাফ চেয়ে অনুরোধ জানিয়েছিল।

বিসিবি সভাপতি গণমাধ্যমকে বলেন, ‘তারা আমাদের কাছে খেলোয়াড় ও কোচ চেয়ে প্রস্তাব পাঠিয়েছিল। কিন্তু দেশের ক্রিকেট ও নিজস্ব স্বার্থকে বিসর্জন দিয়ে আমি কীভাবে তাদের সেরা সম্পদগুলো দিয়ে দিতে পারি? তাই আমরা এই প্রস্তাব গ্রহণ করিনি।’

লিভ গলফ, ফর্মুলা ওয়ান এবং ২০৩৪ ফিফা বিশ্বকাপের আয়োজক স্বত্ত্ব পাওয়ার পর সৌদি আরব এখন ক্রিকেটে বিশাল বিনিয়োগের প্রস্তুতি নিচ্ছে। আইসিসি ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) কৌশলগত সমর্থনে তারা উপসাগরীয় অঞ্চলে ক্রিকেটের একটি নতুন পাওয়ার হাউজ হিসেবে আবির্ভূত হতে চায়। ভিনদেশি খেলোয়াড়দের নাগরিকত্ব দেওয়ার আইনি প্রক্রিয়া সহজ করা এই বিশাল প্রকল্পেরই একটি অংশ।

বিসিবি প্রস্তাব ফিরিয়ে দিলেও সৌদি আরব অন্য কোনো দেশ থেকে তাদের কাঙ্ক্ষিত জনবল সংগ্রহ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।