1. হোম
  2. খেলাধুলা

মিনহাসের ঝড়ো ইনিংসে উড়ে গেল ভারত

Bangla Post Desk
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৫, ০৪:৪০ পিএম
মিনহাসের ঝড়ো ইনিংসে উড়ে গেল ভারত
সামির মিনহাস। ছবি- সংগৃহীত

পুরো টুর্নামেন্টজুড়েই আলো ছড়াচ্ছিলেন সামির মিনহাস। তবে ফাইনালে যেন তার ব্যাট দেখা দিল আরও রুদ্ররূপে। তাতেই পুড়ল ভারত। তার ১৭২ রানের অসাধারণ ইনিংসে ভর করে এশিয়া কাপ ফাইনালে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল তোলে ৮ উইকেটে ৩৪৭ রান।  

সামির ১১৩ বল খেলে ১৭টি চার ও ৯টি ছক্কায় ১৭২ রান করেন। তার স্ট্রাইক রেট ছিল ১৫২.২১। শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন মিনহাস, স্পিন বা পেসদুটি ধরনের বোলিংই তাকে থামাতে পারেনি।

২৮তম ওভারে তিনি নিজের শতক পূর্ণ করেন এবং উদযাপন করেন ব্যাট উঁচু করে। থামেননি৪১তম ওভারে তিনি দেড়শর কীর্তি স্পর্শ করেন।

৪২তম ওভারে দিপেশের স্লোয়ার বলে উইকেট হারালেও পাকিস্তান তার ইনিংসের ভরেই ম্যাচে জয় নিশ্চিত করে।

বিপি/ এএস