কনওয়ে-লাথামের অনন্য বিশ্বরেকর্ড
দেড়শো বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো একই ম্যাচের উভয় ইনিংসে একই দলের দুই ওপেনার শতক করেছেন। মাউন্ট মঙ্গানুইয়ে ক্যারিবিয়ানদের বিপক্ষে নিউজিল্যান্ডের ওপেনাররা এই অনন্য কীর্তি গড়েন।
প্রথম ইনিংসে ডেভন কনওয়ে ২২৭ রান করেন, অপর ওপেনার টম লাথাম করেন ১৩৭। দ্বিতীয় ইনিংসে কনওয়ে করেন ১০০, আর লাথামের ব্যাটে আসে ১০১ রান। জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো অনুসারে, এটি টেস্টের পাশাপাশি প্রথম শ্রেণির ক্রিকেটেও এমন নজির প্রথমবার।
একই ম্যাচে ওপেনারদের চারটি শতক করার ঘটনা আগে কিছু নজির রয়েছে, তবে তা দুই দল মিলিয়ে। এই ম্যাচে কনওয়ে টেস্ট ইতিহাসের মাত্র দশম ক্রিকেটার হিসেবে একই ম্যাচে ডাবল সেঞ্চুরি ও সেঞ্চুরি করেছেন।
এর আগে এই কীর্তি গড়েছিলেন ডাগ ওয়াল্টার্স, গ্রেগ চ্যাপেল, মার্নাস লাবুশেন, সুনীল গাভাস্কার, শুভমান গিল, লরেন্স রো, ব্রায়ান লারা, গ্রাহাম গুচ ও কুমার সাঙ্গাকারা।
ম্যাচে কনওয়ের মোট ৩২৭ রান নিউজিল্যান্ডের এক ম্যাচে তৃতীয় সর্বোচ্চ। এর আগে স্টিফেন ফ্লেমিং ৩৪৩ (২০০৩) ও মার্টিন ক্রো ৩২৯ (১৯৯১) করেছিলেন। এছাড়া কনওয়ে নিউজিল্যান্ডের ষষ্ঠ ব্যাটার, যিনি টেস্টের দুই ইনিংসে শতক করেছেন। তার পরপরই এই কীর্তিতে নাম লেখান অধিনায়ক টম লাথাম।
ম্যাচের পরিস্থিতি অনুযায়ী, শেষ দিনে জয়ের জন্য উইন্ডিজকে রেকর্ড ৪১৯ রান তুলতে হবে। প্রথম ইনিংসে নিউজিল্যান্ড ৫৭৫ রানে ইনিংস ঘোষণা করলে, সফরকারীরা নিজেদের প্রথম ইনিংসে ৪২০ রানে অলআউট হয়।
বিপি/ এএস