1. হোম
  2. খেলাধুলা

রোনালদোর রেকর্ড ছোঁয়ার দিনে রিয়ালকে জয় দিলেন এমবাপে

Bangla Post Desk
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৬ এএম
রোনালদোর রেকর্ড ছোঁয়ার দিনে রিয়ালকে জয় দিলেন এমবাপে

ঘরের মাঠে টানা দুই হারের গ্লানি মুছে বছরের শেষ ম্যাচে জয়ের দেখা পেয়েছে রিয়াল মাদ্রিদ। লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে সেভিয়াকে ২-০ গোলে হারিয়েছে জাবি আলোনসোর শিষ্যরা। দলের হয়ে গোল দুটি করেন জুড বেলিংহ্যাম ও কিলিয়ান এমবাপে। এই গোলের মাধ্যমেই ক্রিশ্চিয়ানো রোনালদোর এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ ৫৯ গোলের ঐতিহাসিক রেকর্ড স্পর্শ করলেন ফরাসি তারকা এমবাপে।

শনিবার দিবাগত রাতে ঘরের মাঠে সেভিয়ার মুখোমুখি হয় রিয়াল। ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। ৫৬ শতাংশ বল দখলে রেখে রিয়াল মোট ১৮টি শট নেয়, যার মধ্যে ৮টি ছিল লক্ষ্যে। অন্যদিকে সেভিয়া ১৪টি শট নিয়ে ৫টি লক্ষ্যে রাখতে সক্ষম হয়। ম্যাচের ৬৮ মিনিটে রক্ষণভাগের খেলোয়াড় মার্কাও টেক্সেইরা লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় সফরকারী সেভিয়া।

খেলার ৩৮ মিনিটে রদ্রিগোর চমৎকার এক ক্রস থেকে দর্শনীয় হেডে রিয়ালকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন জুড বেলিংহ্যাম।

দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়াতে মরিয়া রিয়াল কয়েকবার সুযোগ হাতছাড়া করলেও ম্যাচের শেষ দিকে (৮৬ মিনিটে) সাফল্য পায়। রদ্রিগো ফাউলের শিকার হলে পেনাল্টি পায় লস ব্লাঙ্কোসরা। সফল স্পট কিকে গোল করে জয় নিশ্চিত করেন এমবাপে।

২০১৩ সালে রিয়াল মাদ্রিদের হয়ে এক পঞ্জিকাবর্ষে ৫৯ গোল করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সেভিয়ার বিপক্ষে পেনাল্টি থেকে গোল করে সেই মাইলফলক ছুঁয়ে ফেললেন এমবাপে। নিজের আইডল রোনালদোর রেকর্ড স্পর্শ করার পর তার সিগনেচার ‘সি...উ’ (Siuuu) ভঙ্গিতে উদযাপন করেন এই ফরাসি ফরোয়ার্ড। চলতি লা লিগায় ১৮ ম্যাচে এটি তার ১৮তম গোল।

এই জয়ের ফলে ১৮ ম্যাচে ১৩ জয় ও ৩ ড্রয়ে ৪২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে মজবুত হলো রিয়ালের অবস্থান। শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে তারা এখন মাত্র ১ পয়েন্ট পিছিয়ে। বার্সা এক ম্যাচ কম খেলে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে।