1. হোম
  2. জাতীয়

একদিনে টিকিটবিহীন যাত্রী ৬৮১৫, জরিমানা ১৪ লাখ

Bangla Post Desk
নিজস্ব প্রতিবেদক
ঢাকা
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৫, ০৮:২০ পিএম
একদিনে টিকিটবিহীন যাত্রী ৬৮১৫, জরিমানা ১৪ লাখ
ছবি- সংগৃহীত

একদিনে ১৫৯টি ট্রেনে অভিযান পরিচালনা করে টিকিটবিহীন ৬ হাজার ৮১৫ জন শনাক্ত করেছে বাংলাদেশ রেলওয়ে। তাদের কাছ থেকে ভাড়াসহ জরিমানা আদায় হয়েছে মোট ১৪ লাখ ৩৬ হাজার ১৫৫ টাকা

রোববার (২১ ডিসেম্বর) বাংলাদেশ রেলওয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা তথ্যে বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গতকাল শনিবার একদিনে ১৫৯টি ট্রেনে টিকিটবিহীন যাত্রী শনাক্ত ও জরিমানা সংগ্রহ করে করেছে।

অভিযানে মোট ৬ হাজার ৮১৫ জন যাত্রীকে শনাক্ত করা হয় এবং তাদের কাছ থেকে ভাড়া ও জরিমানা মিলিয়ে ১৪ লাখ ৩৬ হাজার ১৫৫ টাকা আদায় করা হয়েছে।

পশ্চিমাঞ্চলে পরিচালিত অভিযানে ৮৪ জন টিটিই ৮৩টি ট্রেনে টিকিট পরিদর্শন কার্যক্রম চালান। এতে ৪ হাজার ৬০ জন টিকিটবিহীন যাত্রী শনাক্ত হয়। ভাড়া আদায় হয়েছে ৫ লাখ ৫৫ হাজার ৫১৫ টাকা, আর জরিমানা হিসেবে ২ লাখ ৪৩ হাজার ৯৬৫ টাকা সংগ্রহ করা হয়েছে। সব মিলিয়ে ওই অঞ্চলের আয় দাঁড়িয়েছে ৭ লাখ ৯৯ হাজার ৪৮০ টাকা। ওই দিন মোট ১ হাজার ২৭৮টি টিকিট যাচাই করা হয়।

অপর দিকে, পূর্বাঞ্চলে ১০২ জন টিটিই ৭৬টি ট্রেনে টিকিট যাচাই করেন। সেখানে ২ হাজার ৭৫৫ জন টিকিটবিহীন যাত্রীকে শনাক্ত করা হয়। ভাড়া আদায় হয়েছে ৪ লাখ ৪২ হাজার ৮৮০ টাকা, আর জরিমানা ১ লাখ ৯৩ হাজার ৭৯৫ টাকা। পুরো অঞ্চলের আয় দাঁড়িয়েছে ৬ লাখ ৩৬ হাজার ৬৭৫ টাকা। মোট ২ হাজার ৭৩৯টি টিকিট যাচাই করা হয়

বাংলাদেশ রেলওয়ে এ অভিযানকে যাত্রীদের সচেতনতা বৃদ্ধি এবং ন্যায্য ভাড়া নিশ্চিত করার অংশ হিসেবে উল্লেখ করেছে।

বিপি/ এএস