ফের বাড়ল জ্বালানি তেলের দাম

Bangla Post Desk
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত:১১ ডিসেম্বর ২০২৫, ১২:৪৭ পিএম
ফের বাড়ল জ্বালানি তেলের দাম

ফের বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম। ভেনেজুয়েলা উপকূলে একটি বড় তেলবাহী ট্যাংকার যুক্তরাষ্ট্র আটক করায় বিশ্ববাজারে সরবরাহ কমেছে তেলের। আর সে কারণেই বেড়ে গেল তেলের দাম।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, বুধবার (১০ ডিসেম্বর) ট্যাংকার আটকের খবর প্রকাশের পর তেলের বাজারে এর প্রভাব পড়ে। ব্রেন্ট ক্রুডের ফিউচার-দর ০.৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৬২.২১ ডলারে পৌঁছায়।

তবে বিশ্ববাজারে এই দাম বৃদ্ধি যুক্তরাষ্ট্রের তেলের বাজারে ফেলছে না কোন প্রভাব। বরং দাম বাড়ার পরিবর্তে সেখানে দাম গিয়েছে কমে। দেশটিতে সাধারণ পেট্রলের গড় দাম চার বছরের মধ্যে প্রথমবারের মতো প্রতি গ্যালনে ৩ ডলারের নিচে নেমে এসেছে।

মূলত ভেনেজুয়েলার ওপর চাপ বাড়াতেই তেলের ট্যাংকার আটকে দিয়েছেন ট্রাম্প। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে একজন ‘স্বৈরশাসক’ হিসেবে আখ্যা দিয়ে বহুবার সমালোচনা করেছেন। মাদুরোকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, ‘আমরা সে দিকেই এগোচ্ছি।’

দীর্ঘদিন ধরেই ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক উত্তপ্ত। গত কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্র ক্যারিবিয়ান সাগরে যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান, মেরিন এবং ড্রোনসহ বিশাল সামরিক বাহিনী মোতায়েন করেছে। এটিকে গত কয়েক দশকের মধ্যে অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক উপস্থিতি হিসেবে দেখা হচ্ছে।