ফার্মগেট অবরোধ তেজগাঁও কলেজের শিক্ষার্থীদের

Staff Reporter
বাংলা পোস্ট প্রতিবেদক ঢাকা
প্রকাশিত:১১ ডিসেম্বর ২০২৫, ০১:০৭ পিএম
ফার্মগেট অবরোধ তেজগাঁও কলেজের শিক্ষার্থীদের

ছাত্রদলের হামলায় নিহত তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানার হত্যার বিচারের দাবিতে ফার্মগেট এলাকায় সড়ক অবরোধ করেছে সহপাঠীরা। এর ফলে ফার্মগেট এলাকার যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১১টার দিকে রাস্তায় নেমে সহপাঠী হত্যার বিচারের দাবিতে আন্দোলন শুরু করে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। তবে বেলা ১ টার দিকে সড়োক থেকে উঠে যায় তারা। এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়। 

এ সময় শিক্ষার্থীর ‘কেন তাদের ছাত্রাবাসের ভেতরে হামলা করা হলো এবং কেন তাদের সহপাঠীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে’ সহ নানাবিধ শ্লোগান দিতে থাকেন।

শিক্ষার্থীরা জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় না নিয়ে এলে তারা আন্দোলন স্থগিত করবেন না। হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন।