আফগান ক্রিকেটারকে বিয়ে করছেন অভিনেত্রী

Bangla Post Desk
বিনোদন প্রতিবেদক
প্রকাশিত:০৮ ডিসেম্বর ২০২৫, ১০:২৫ এএম
আফগান ক্রিকেটারকে বিয়ে করছেন অভিনেত্রী
আফগানিস্তানের জাতীয় দলের পেসার আফতাব আলম ও আরশি খান। ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রীক্রিকেটারদের প্রেমএই জুটি নতুন কিছু নয়বহু সুন্দরী নায়িকা জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন ক্রিকেটারদের

সেই তালিকায় যুক্ত হতে পারে আরেকটি নামতবে এবার কোনো ভারতীয় নয়, বলিউডের এই অভিনেত্রী নাকি মন দিয়েছেন এক আফগান ক্রিকেট তারকাকে

বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, আফগানিস্তানের ক্রিকেটার আফতাব আলমেরসঙ্গে সম্পর্কে জড়িয়েছেন বিগ বস ১১ খ্যাত আরশি খান। যিনি একসময় রিয়েলিটি শোতে অংশ নিয়ে ব্যাপক আলোচনায় এসেছিলেন।

 

ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, আরশি এবং আফতাব বেশ কিছুদিন ধরে একে অন্যকে সময় দিচ্ছেন। তাদের সম্পর্ক এখন আরও স্থায়ী করার ইচ্ছা দু’জনেরই।

সবকিছু পরিকল্পনামাফিক চললে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসেই বিয়ের পিঁড়িতে বসবেন তারা।

আরশি খানকে প্রায়ই দেখা যায় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এহসান মাশির সঙ্গে ভিডিও কনটেন্ট তৈরি করতে। তাদের ঘিরে একাধিকবার সম্পর্কের গুঞ্জন ছড়ালেও আরশি স্পষ্ট করে জানিয়েছেনওদের মধ্যে শুধুই কাজের সম্পর্ক, ব্যক্তিগত কিছু নয়। তিনি জোর দিয়ে বলেন, আমরা শুধুই বন্ধু

১৯৮৯ সালে ভোপালে জন্ম নেওয়া আরশির বর্তমান বয়স ৩৬ বছর। তিনি একজন অভিনেত্রী, মডেল ও ইন্টারনেট সেলিব্রিটি। এছাড়া ২০১৯ সালের মুম্বাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে যোগ দেন ভারতীয় জাতীয় কংগ্রেসে

 

আরশিকে ঘিরে বিতর্কও কম নয়। ২০১৫ সালে পাকিস্তানের সাবেক অধিনায়ক শাহিদ আফ্রিদির সঙ্গে প্রেমের দাবি করে বেশ হৈচৈ ফেলে দেন তিনি। এমনকি গর্ভে আফ্রিদির সন্তানের কথাও বলেছিলেন, যদিও আফ্রিদি এসব দাবি আমলেই নেননি।

সূত্র: হিন্দুস্তান টাইমস

বিপি/ এএস