রংপুরের নতুন চমক, আসছেন বিশ্বকাপজয়ী ইংলিশ তারকা

Bangla Post Desk
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত:০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:১৫ পিএম
রংপুরের নতুন চমক, আসছেন বিশ্বকাপজয়ী ইংলিশ তারকা
ইংলিশ তারকা ব্যাটার ডেভিড মালান ও জো রুট। ছবি: সংগৃহীত
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরকে সামনে রেখে একের পর এক চমক নিয়ে হাজির হচ্ছে রংপুর রাইডার্স। শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্যে এবার তারা দলে টেনেছে ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অভিজ্ঞ ব্যাটার ডেভিড মালানকে। 
 
শনিবার (৬ ডিসেম্বর) নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে ডেভিড মালানের দেওয়া এক ভিডিও বার্তার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে রংপুর রাইডার্স।
 
গত আসরে ফরচুন বরিশালের হয়ে খেলেছিলেন এই বাঁহাতি ব্যাটার। সেবার ব্যাট হাতে খুব একটা ঝলক দেখাতে না পারলেও, মালানের বিশাল টি-টোয়েন্টি অভিজ্ঞতা এবং চাপের সময়ে উইকেটে থিতু থাকার সামর্থ্যের ওপর পূর্ণ আস্থা রেখেছে রংপুরের টিম ম্যানেজমেন্ট। তাদের বিশ্বাস, মালানের উপস্থিতি টপ অর্ডারে এনে দেবে প্রয়োজনীয় স্থিতিশীলতা ও শক্তি।

দল সাজাতে এবার কোনো কার্পণ্য করছে না রংপুর রাইডার্স। মালানের আগেই নিলাম ও সরাসরি চুক্তির মাধ্যমে দল নিশ্চিত করেছে ক্যারিবীয় অলরাউন্ডার কাইল মেয়ার্স, পাকিস্তানের হার্ডহিটার ইফতিখার আহমেদ এবং অলরাউন্ডার ফাহিম আশরাফকে।
 
নতুন দলে যোগ দেয়া নিয়ে বেশ রোমাঞ্চিত ডেভিড মালান। এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘হ্যালো রাইডার্স পরিবার, আসন্ন বিপিএল মৌসুমে রংপুর রাইডার্সে যোগ দিতে পেরে আমি সত্যিই খুব উচ্ছ্বসিত। এই দলের হয়ে এটি আমার প্রথম খেলা এবং আমি রাইডার্স সমর্থকদের আবেগ ও উদ্বীপনার দারুণ কথা শুনেছি। দলের সঙ্গে মানিয়ে নিয়ে মাঠে আমার সর্বোচ্চটা দেওয়ার অপেক্ষায় আছি।
 
বিপি/আইএইচ