জয়সওয়ালের সেঞ্চুরিতে সিরিজ জিতল ভারত

Bangla Post Desk
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত:০৬ ডিসেম্বর ২০২৫, ১০:৪১ পিএম
জয়সওয়ালের সেঞ্চুরিতে সিরিজ জিতল ভারত
সেঞ্চুরির পর জয়স্বী জয়সওয়ালের উদযাপন। ছবি: সংগৃহীত
টেস্ট সিরিজে হতাশাজনক পারফরম্যান্সের পর ওয়ানডে সিরিজে দারুণভাবে ঘুরে দাঁড়াল ভারত। বিশাখাপত্তমে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে প্রোটিয়াদের ৯ উইকেটে হারিয়ে ২–১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করল রোহিত শর্মার দল।
 
বিশাখাপত্তমে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৪৭ ওভার ৫ বলে সবকটি উইকেট হারিয়ে ২৭০ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ৩৯ ওভার ৫ বলে এক উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত।
 
এদিন ব্যাটিংয়ের শুরুতেই বড় ধাক্কা খায় দক্ষিণ আফ্রিকা। শূন্য রানের মাথায় প্রথম ওভারেই অর্শদীপ সিংয়ের শিকার ওপেনার রায়ান রিকেলটন। তবে দ্বিতীয় উইকেটে দলকে লড়াইয়ে ফেরানোর চেষ্টা করেন কুইন্টন ডি কক ও টেম্বা বাভুমা। দু’জন মিলে গড়েন ১১৩ রানের জুটি।

ব্যক্তিগত ৪৮ রানে বাভুমাকে ফেরান রবীন্দ্র জাদেজা। একই ওভারে সাজঘরে ফেরেন এইডেন মার্করামও। একপ্রান্ত ধরে ব্যাট করে ফের শতরান করেন ডি কক। তবে ৮৯ বলে ১০৬ এর মাথায় তাকে আউট করেন প্রসিদ্ধ কৃষ্ণা।
 
মাঝে ডেওয়াল্ড ব্রেভিস ও মার্কো জানসেন প্রতিরোধ গড়লেও কুলদীপ যাদবের দ্বিতীয় স্পেলে ভেঙে পড়ে দক্ষিণ আফ্রিকার ইনিংস। কুলদীপ তুলে নেন তিন উইকেট। শেষ দিকে কেশব মহারাজের ২০ রানে ভর করে ২৭০ পর্যন্ত পৌঁছায় প্রোটিয়ারা।
 
২৭১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দেখেশুনে শুরু করেন রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল। ওপেনিং জুটিতেই ভারত পেয়ে যায় ১৫৫ রানের ভিত। ব্যক্তিগত ৭৫ রানে বাউন্ডারিতে ক্যাচ দিয়ে ফেরেন রোহিত। এরপর কোহলি নেমে জয়সওয়ালকে নিয়ে ম্যাচ শেষ করেন। ৩ ছক্কা ও ৬ চারে ৪৫ বলে ৬৫ রান করেছেন কোহলি। 
 
বিপি/আইএইচ