পাকিস্তানের হামলায় প্রাণ গেল ২৩ আফগান সেনার
সীমান্তবর্তী অঞ্চলে পাকিস্তানের গত দুইদিনের হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ২৩ আফগান সেনা। বেলুচিস্তানের চামান সীমান্তে শুক্র (৫ ডিসেম্বর) ও শনিবার (৬ ডিসেম্বর) এ দুইদিনে পাকিস্তানি সেনাদের হামলায় এই নিহতের ঘটনা ঘটে।
সংবাদমাধ্যম দ্য নিউজ তাদের এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে।
বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে দ্য নিউজ জানায়, শুক্রবার (৫ ডিসেম্বর) মধ্যরাতে সীমান্তের জামান সেক্টরে আফগান সেনারা যুদ্ধবিরতি লঙ্ঘন করে প্রথমে ছোট অস্ত্র দিয়ে গুলি করে।
তাৎক্ষণিকভাবে পাকিস্তানের সেনারা জবাব দেয়। প্রথমে হালকা অস্ত্র ব্যবহার করা হয়। প্রায় ৪৫ মিনিট ধরে গোলাগুলি চলে।
পরে পাকিস্তানের সেনারা সীমান্তবর্তী এলাকায় ভারী অস্ত্র মোতায়েন ও ব্যবহার শুরু করে। এর ভেতর রকেট লঞ্চার, কামান এবং গুলির ভারী অস্ত্র ছিল।
সেই হামলায় আফগান তালেবান সেনাদের তিনটি সীমান্ত চৌকি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।
হামলা শুরু করে সুবিধা করতে না পেরে আফগান সেনারা জনবহুল এলাকায় চলে যায় বলে দাবি করেছে সূত্রগুলো। এরপর সেখান থেকে তারা আবার গুলি ছোড়ে। এর জবাবে পাকিস্তানের সেনারা ওই জনবহুল এলাকাতেও ভারীয় অস্ত্র ব্যবহার করে হামলা চালায়।
বিপি/এনএ
