কোহলিদের বিশ্বকাপজয়ী কোচকে ভেড়াল নামিবিয়া

Staff Reporter
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০৭ ডিসেম্বর ২০২৫, ০৪:৩০ পিএম
কোহলিদের বিশ্বকাপজয়ী কোচকে ভেড়াল নামিবিয়া
গ্যারি কারস্টেন। ছবি: সংগৃহীত
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বড় চমক দিল নামিবিয়া। ভারতের ২০১১ সালের বিশ্বকাপজয়ী কোচ ও দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটার গ্যারি কারস্টেনকে জাতীয় দলের পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।
 
আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপকে লক্ষ্য করে এই হাই–প্রোফাইল নিয়োগ দেওয়া হয়েছে। দলের বর্তমান প্রধান কোচ ক্রেইগ উইলিয়ামসের সঙ্গে মিলে বিশ্বকাপের প্রস্তুতি পরিকল্পনায় কাজ করবেন কারস্টেন।

নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এই সাবেক প্রোটিয়া কিংবদন্তি। ক্রিকেট নামিবিয়ার প্রকাশিত বিবৃতিতে কারস্টেন বলেন, ক্রিকেট নামিবিয়ার সঙ্গে কাজ করা নিঃসন্দেহে একটি বিশেষ সুযোগ। দলটির নিষ্ঠা ও দৃঢ়তা আমাকে মুগ্ধ করেছে। তাদের নতুন অত্যাধুনিক স্টেডিয়ামই দেখায়, শীর্ষ দেশগুলোর সঙ্গে পাল্লা দিতে তারা কতটা প্রতিশ্রুতিবদ্ধ।
 
তিনি আরও বলেন, নামিবিয়ার সিনিয়র দলটি এখন বেশ ভালো করছে। আগামী বিশ্বকাপের প্রস্তুতিতে নিজের অভিজ্ঞতা ভাগ করে নিতে এবং বাড়তি কিছু যোগ করতে আমি মুখিয়ে আছি।
 
সাম্প্রতিক বছরগুলোতে টি-টোয়েন্টি ক্রিকেটে ধারাবাহিক উন্নতি করেছে নামিবিয়া। টানা তিনটি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার পাশাপাশি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের সঙ্গে সহ-স্বাগতিকও তারা।

বিপি/আইএইচ