সিরিজ জয়ে র্যাঙ্কিংয়ে বড় উন্নতি টাইগাদের
স্পোর্টস ডেস্ক
ঢাকা
প্রকাশিত:০৩ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৩ পিএম
ছবি: সংগৃহীত
আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর আইসিসি র্যাঙ্কিংয়ে বড় উন্নতি করেছে বাংলাদেশের ক্রিকেটাররা। সাপ্তাহিক হালনাগাদ র্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় লাফ দিয়েছেন ওপেনার পারভেজ ইমন।
ইমন তিন ইনিংসে ৩৮.৫০ গড়ে করেছেন ৭৭ রান। এর সুবাদে টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ২১ ধাপ এগিয়ে ৩৮তম স্থানে অবস্থান করছেন তিনি। সিরিজে দুটি ইনিংসে সর্বোচ্চ ৮৯ রান করা তাওহীদ হৃদয়ও র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন। তিনি ৫ ধাপ এগিয়ে এখন ৪৩তম স্থানে রয়েছেন।
এদিকে বোলারদের মধ্যে দুই ধাপ উন্নতি করে মোস্তাফিজুর রহমান এখন ৮ নম্বরে। এছাড়া শেখ মেহেদী তিন ধাপ এগিয়ে ১৪তম স্থানে এবং রিশাদ পাঁচ ধাপ এগিয়ে ১৯তম স্থানে অবস্থান করছেন। নাসুম আহমেদও পাঁচ ধাপ উন্নতি করে ২৫তম স্থানে রয়েছেন।
উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আয়ারল্যান্ড সিরিজই ছিল বাংলাদেশের শেষ সিরিজ। এই সিরিজ জয় নিঃসন্দেহে টাইগার ক্রিকেটারদের অনুপ্রাণিত করবে বিশ্বকাপে ভালো করতে। আন্তর্জাতিক সিরিজ না থাকলেও টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে লিটন-মুস্তাফিজরা ব্যস্ত সময় পার করবে বিপিএলে।
বিপি/আইএইচ
