ভারতীয় ক্রিকেটারকে আইসিসির শাস্তি
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে এগিয়ে রয়েছে ভারত। তবে সিরিজের মাঝপথেই শাস্তির খবরে স্বাগতিক শিবিরে নেমেছে ভিন্ন রকম চাপ।
প্রথম ওয়ানডে ম্যাচে আইসিসির আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হওয়ায় শাস্তি পেয়েছেন ভারতের তরুণ পেসার হার্ষিত রানা।
আইসিসির শৃঙ্খলাবিধির ২.৫ ধারা ভাঙার দায়ে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে উইকেট নেওয়ার পর এমন কোনো আচরণ, ভাষা বা অঙ্গভঙ্গি করা যায় না যার ফলে প্রতিপক্ষ খেলোয়াড় উসকানিমূলক পরিস্থিতিতে পড়তে পারে। এই নিয়ম অমান্য করার কারণেই শাস্তির মুখে পড়তে হলো হার্ষিতকে।
ঘটনাটি ঘটে দক্ষিণ আফ্রিকার ইনিংসের ২২তম ওভারে। ডেওয়াল্ড ব্রেভিসকে আউট করার পর তাকে আঙুল দেখিয়ে ড্রেসিংরুমে ফেরার ইঙ্গিত করেন হার্ষিত।
আইসিসির মতে, এ ধরনের আচরণ ব্রেভিসকে প্ররোচিত করতে পারত, যদিও তিনি কোনো প্রতিক্রিয়া দেখাননি। শাস্তিস্বরূপ হার্ষিতের রেকর্ডে এক ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে।
গত দুই বছরে এটি হার্ষিতের প্রথম অপরাধ হওয়ায় বড় ধরনের শাস্তি দেওয়া হয়নি। তবে ভবিষ্যতে একই ধরনের আচরণ করলে শাস্তির মাত্রা আরও কঠোর হতে পারে। ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের সিদ্ধান্ত মেনে নেওয়ায় কোনো শুনানির প্রয়োজন হয়নি।
বিপি/ এএস
