বিপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

Bangla Post Desk
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত:০২ ডিসেম্বর ২০২৫, ১০:৩১ পিএম
বিপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ
ছবি- সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। আগামী ২৬ ডিসেম্বর বিপিএলের এবারের আসরের পর্দা উঠছে সিলেটে।

উদ্বোধনী দিনে মাঠে গড়াবে দুটি ম্যাচ। সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্সের ম্যাচ দিয়ে মাঠে গড়াবে টুর্নামেন্ট। ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়।

দিনের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে খেলবে নোয়াখালী এক্সপ্রেস। এই ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়।

সিলেট পর্বে ২ জানুয়ারি পর্যন্ত হবে ১২টি ম্যাচ।

এরপর দুদিনের বিরতি দিয়ে ৫ জানুয়ারি থেকে চট্টগ্রামে হবে দ্বিতীয় পর্ব। বন্দরনগরীতেও হবে ১২টি ম্যাচএবারের আসরে সবচেয়ে কম ম্যাচ হবে ঢাকায়প্লে-অফফাইনালসহ এখানে হবে ১১টি ম্যাচ

চট্টগ্রাম পর্ব শেষে ১৩ ও ১৪ জানুয়ারি বিরতি কাটিয়ে ঢাকায় জমে উঠবে বিপিএলের উন্মাদনা।

বিপিএলের ফাইনাল ম্যাচ হবে ২৩ জানুয়ারি ফাইনালের জন্য আছে রিজার্ভ ডে। ২৪ জানুয়ারি রিজার্ভ ডে থাকছে।