জয়-আনিসুল-সালমান-পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন কাল

Staff Reporter
বাংলা পোস্ট প্রতিবেদক ঢাকা
প্রকাশিত:০৩ ডিসেম্বর ২০২৫, ০৯:১০ পিএম
জয়-আনিসুল-সালমান-পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন কাল
জয়-সালমান-আনিসুল-পলক। ছবি- সংগৃহীত
জুলাই আন্দোলনের দুই মামলায় সজীব ওয়াজেদ জয়, আনিসুল হক, সালমান এফ রহমান ও জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে কাল। বুধবার (৩ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সূত্রে এই তথ্য জানা গেছে।
 
এর মধ্যে, আন্দোল‌ন চলাকালে ইন্টার‌নেট ব্লাক আউট ক‌রে হত‌্যাকাণ্ডে গোপ‌নে সহায়তা করা মামলার আসামি সজীব ওয়াজেদ জয় ও জুনাইদ পল‌ক। আনিসুল হক ও সালমা‌ন এফ রহমানের বিরুদ্ধে আন্দোলন থামাতে কার‌ফিউ দি‌য়ে ছাত্রজনতা‌কে হত্যার পরিকল্পনা করার অভিযোগ আনা হয়েছে। 
 
এছাড়া গ‌্যাং অফ ফো‌রে সদস‌্য হি‌সে‌বে সর্ম্পণূ আন্দোল‌নে তা‌দের পরাম‌র্শেই সকল হত‌্যাকাণ্ড সংগ‌ঠিত হয়েছে বলেও অভিযোগ আনা হয়।

এদিকে, জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সজীব ওয়াজেদ জয়, জুনাইদ আহমেদ পলক, সালমান এফ রহমান এবং আনিসুল হকের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন।
 
বিপি/আইএইচ