পরপর দুই ওয়ানডেতে সেঞ্চুরি কোহলির

Bangla Post Desk
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত:০৩ ডিসেম্বর ২০২৫, ০৫:৪০ পিএম
পরপর দুই ওয়ানডেতে সেঞ্চুরি কোহলির
ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি। ছবি- সংগৃহীত

বিরাট কোহলির আরও একটি সেঞ্চুরি। পরপর দুই ওয়ানডেতে সেঞ্চুরি হাঁকালেন ভারতীয় এই তারকা ক্রিকেটার

বিরাট কোহলি আবারও নিজেকে প্রমাণ করলেন, তিনি এখনো ওয়ানডে ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার। রায়পুরে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আরেকটি দৃষ্টিনন্দন সেঞ্চুরি করে টানা দুই ম্যাচে তিন অঙ্কের ম্যাজিক স্পর্শ করলেন ভারতীয় এই তারকা।

 

টেস্ট, ওয়ানডেটি-টোয়েন্টি মিলিয়ে কোহলির আন্তর্জাতিক সেঞ্চুরির সংখ্যা এখন ৮৪। কিংবদন্তি শচীন টেন্ডুলকারের ১০০ সেঞ্চুরির অবিশ্বাস্য রেকর্ড ছোঁয়ার জন্য তাকে করতে হবে আরও ১৬টি সেঞ্চুরি।

তবে কোহলি ইতোমধ্যেই টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। ফর্মে থাকলেও সমালোচনার মুখ এড়াতে দুই ফরম্যাট থেকেই অবসর নেন তিনিযা নিয়ে এখনো আলোচনা-সমালোচনা চলছে ক্রিকেট মহলে।

বিশ্লেষকদের মতে, যদি টেস্ট ও ওয়ানডে দুই ফরম্যাটেই আরও কিছুদিন খেলতেন, তাহলে শচীনের রেকর্ড ছুঁতে তাঁর পথ আরও সহজ হতো।

 

এখন কোহলির জন্য লক্ষ্যপানে এগোনোর একমাত্র ভরসা ওয়ানডে ফরম্যাট। তাই ১০০ সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করা আরও চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। টানা ২৮০ দিন পর আগের ম্যাচে সেঞ্চুরির দেখা পেয়েছিলেন তিনি, যার আগে শেষ তিন অঙ্ক স্পর্শ করেছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে।

ফর্মের এ ধারায় থাকলে ওয়ানডে দিয়েই হয়তো শচীনের রেকর্ডের আরও কাছে পৌঁছে যেতে পারেন বিরাট কোহলি।

বিপি/ এএস