বাংলাদেশ–পাকিস্তান অনূর্ধ্ব-১৯ সিরিজ
১৫ সদস্যের দলে জায়গা পেলেন যারা
পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে পাকিস্তান অনূর্ধ্ব–১৯ নারী দল। কক্সবাজারে অনুষ্ঠিতব্য সিরিজটিকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ঘোষিত সেই দলের অধিনায়ক করা হয়েছে সাদিয়া ইসলামকে। এ ছাড়াও দলে রয়েছেন সুমাইয়া আক্তার সুবর্ণা, আরিত্রি মন্ডল নির্জনা, ইমান নাসেরের মতো ক্রিকেটাররা।
বুধবার (৩ ডিসেম্বর) কক্সবাজার ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচটি মাঠে গড়াবে।
বাংলাদেশ স্কোয়াড: সুমাইয়া আক্তার সুবর্ণা (উইকেটরক্ষক), আরিত্রি মন্ডল নির্জনা, সাদিয়া ইসলাম (অধিনায়ক), মোসাম্মৎ ফারজানা ইয়াসমিন, মাইমুনা নাহার স্বর্ণামনি, রুমানা আহমেদ, সাদিয়া আক্তার, হাবিবা ইসলাম পিংকি, অতশি মজুমদার, জারিন তাসনিম লাবণ্য, লামিয়া মৃদা, আচিনা জান্নাত ইমান্তা (উইকেটরক্ষক), মোসাম্মৎ সাদিয়া নুসরাত, মোসাম্মৎ সামিয়া খাতুন ও কুমারি রানি শিল।
পাকিস্তান স্কোয়াড: বারিরাহ সাইফ, ফিজা ফিয়াজ, রাহিমা সাইদ, মেমুনা খালিদ, ইমান নাসের (অধিনায়ক), রোজিনা আকরাম, আরিশা আনসারি, কোমাল খান, রাভাইল ফারহান, আকসা হাবিব, শাহার বানো, মাহনুর জাব, আয়েশা রিয়াজ, জুফিসান আয়াজ ও আলিশা মুখতিয়ার।
বিপি/এনএ/আইএইচ
