কোর্টেই প্রাণ গেল তরুণ খেলোয়াড়ের

Bangla Post Desk
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত:২৬ নভেম্বর ২০২৫, ০৭:০৬ পিএম
কোর্টেই প্রাণ গেল তরুণ খেলোয়াড়ের
১৬ বছর বয়সি বাস্কেটবল খেলোয়াড় হার্দিক রাঠি। ছবি: এনডিটিভি

প্র্যাকটিস করার সময়েই শরীরের ওপর ভেঙে পড়ল লোহার বাস্কেটবল পোল। এতে কোর্টেই মৃত্যু হলো ১৬ বছর বয়সি বাস্কেটবল খেলোয়াড় হার্দিক রাঠির।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালের দিকে ভারতের হরিয়ানার রোহতকে এ ঘটনা ঘটে। 

দেশটির একাধিক গণমাধ্যম জানিয়েছে, মৃত্যুর সময় হার্দিক একাই অনুশীলনে ব্যস্ত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, ১৬ বছর বয়সি হার্দিক বাস্কেটবল হুপে ঝুলে একটি মুভ প্র্যাকটিস করছিলেন। ঠিক সেই মুহূর্তেই নড়বড়ে ওই ধাতব পোল আচমকা বেঁকে যায় এবং সরাসরি তার বুকে আছড়ে পড়ে।

এতে কয়েক সেকেন্ড ধরে ভারি ওই পোলের নীচে চাপা পড়ে ছিলেন হার্দিক। পরে পাশে থাকা আরেকটি কোর্টের খেলোয়াড়রা ছুটে এসে পোলটি তুলে তাকে উদ্ধার করেন। তবে শেষ পর্যন্ত বাঁচানো যায়নি তাকে।

তরুণ হার্দিক রাঠি সম্প্রতি ভারতের জাতীয় দলে ডাক পেয়েছিলেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যমগুলো।

সূত্র: এনডিটিভি