ইউক্রেনের ভয়াবহ হামলা, অন্ধকারে নিমজ্জিত রাশিয়া

Bangla Post Desk
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত:২৬ নভেম্বর ২০২৫, ০৯:৩০ পিএম
ইউক্রেনের ভয়াবহ হামলা, অন্ধকারে নিমজ্জিত রাশিয়া
ছবি: প্রেস টিভি

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার জ্বালানি অবকাঠামোতে ইউক্রেনের গত সপ্তাহে চালানো ভয়াবহ হামলার ফলে ৭ লাখ ৭০ হাজার গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে।

প্রেস টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইউক্রেন যুদ্ধ বিষয়ক বিশেষ প্রতিনিধি রোদিওন মিরোশনিক সংবাদ সংস্থা তাস–কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে বলেছেন, গত সপ্তাহে ইউক্রেনের হামলায় রাশিয়ার জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে ৭ লাখ ৭০ হাজার ব্যবহারকারীর বিদ্যুৎ বন্ধ হয়েছে, এর মধ্যে ৫ লাখ গ্রাহক দোনেৎস্ক অঞ্চলের বাসিন্দা।

ইউক্রেনের ওই হামলায় ৭ জন রুশ নাগরিক নিহত এবং ৪৬ জন আহত হয়েছেন বলে জানান তিনি।

ইউক্রেনের এই হামলাকে ‘সন্ত্রাসী হামলা’ আখ্যা দিয়ে মিরোশনিক দাবি করেন, ইউক্রেনীয় বাহিনী সম্পূর্ণ বেসামরিক স্থাপনাকে টার্গেট করছে। যেগুলোর সঙ্গে সামরিক অবকাঠামোর কোনো সম্পর্ক নেই।

তিনি বলেন, তারা জ্বালানি–শক্তি কমপ্লেক্স, বেসামরিক কারখানা, ঘরবাড়ি, নাগরিকদের ব্যক্তিগত যানবাহন, নগর পরিষেবা স্থাপনা এবং ফিলিং স্টেশনগুলোতে হামলা চালিয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ও এক বিবৃতিতে জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ২৪৯টি ইউক্রেনীয় ড্রোন শনাক্ত ও ধ্বংস করেছে।

মহাকাশে সামরিক উপগ্রহ পাঠাল রাশিয়া

এদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তাদের মহাকাশবাহিনী প্লেসেত্‌স্ক মহাকাশ কেন্দ্র থেকে একটি স্যাটেলাইটবাহী রকেট উৎক্ষেপণ করে সফলভাবে নতুন কয়েকটি সামরিক উপগ্রহকে কক্ষপথে স্থাপন করেছে।