এবারের বিপিএল নিলামের খুঁটিনাটি

Bangla Post Desk
স্পোর্টস প্রতিবেদক
প্রকাশিত:২৬ নভেম্বর ২০২৫, ০৬:২৫ পিএম
এবারের বিপিএল নিলামের খুঁটিনাটি
ছবি- সংগৃহীত

প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্লেয়ার্স ড্রাফটের বদলে নিলামের মাধ্যমে দল গঠন করতে যাচ্ছে ফ্র‍্যাঞ্চাইজিগুলো। সবকিছু ঠিক থাকলে আগামী ৩০ নভেম্বর হবে বিপিএলের নিলাম।

প্রথমবার নতুন এক জগতে প্রবেশ হতে যাচ্ছে দেশের ক্রিকেট। আর সে কারণেই স্বভাবতই বাড়তি উন্মাদনা থাকছে ক্রিকেটভক্তদের এই নিলাম নিয়ে।

চলুন এক নজরে দেখে নেই কেমন করে হবে বিপিএলের এই নিলাম-

দেশি ক্রিকেটারদের ছয় ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। সর্বোচ্চ ৫০ লাখ থেকে সর্বনিম্ন ভিত্তিমূল্য নির্ধারিত হয়েছে ১১ লাখ টাকা।

ক্যাটাগরি 'এ' এর ক্রিকেটারদের ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ লাখ টাকা, ক্যাটাগরি 'বি' ৩৫ লাখ, 'সি' ২২ লাখ, 'ডি' ১৮ লাখ, 'ই' ১৪ লাখ ও 'এফ' ক্যাটাগরির ক্রিকেটারদের ভিত্তিমূল্য ধরা হয়েছে ১১ লাখ টাকা।

নিলামে প্রতি ডাকে দেশি ক্রিকেটারদের মূল্য বাড়বে ক্যাটাগরি অনুযায়ী পাঁচ লাখ থেকে ২০ হাজার টাকা করে।

এ ক্যাটাগরি থেকে বাধ্যতামূলকভাবে প্রতি ফ্র‍্যাঞ্চাইজিকে কমপক্ষে একজন ক্রিকেটারকে দলে নিতেই হবে। একইভাবে বি সি ও ডি ক্যাটাগরি থেকে দলে নিতে হবে ৩ জন করে। আর ই ক্যাটাগরি থেকে নিতে হবে ন্যুনতম ২ জন ক্রিকেটারকে।

এদিকে সরাসরি সাইনিংসহ এ ও বি ক্যাটাগরি থেকে সর্বোচ্চ দুইজন ক্রিকেটারকে নিজেদের দলে ভেড়াতে পারবে ফ্র‍্যাঞ্চাইজিরা। সব মিলিয়ে প্রতি দলে থাকতে হবে ন্যুনতম ১২ জন দেশি ক্রিকেটারসেই সংখ্যা সর্বোচ্চ হতে পারে ১৪।

প্রতিটি স্কোয়াড হবে সর্বোচ্চ ২৪ জনের। আর দলে থাকবেন ১২ জন টিম অফিসিয়াল।

নিলামে বিদেশি ক্রিকেটারদের ভাগ করা হয়েছে পাঁচ ক্যাটাগরিতে। ভিত্তিমূল্য সর্বোচ্চ ৩৫ হাজার ডলার আর সর্বনিম্ন ১০ হাজার ডলার। ক্যাটাগরিভেদে প্রতি বিডে মূল্য বাড়বে ৫ হাজার ডলার থেকে ১ হাজার ডলার পর্যন্ত।

নিলামে দেশি ক্রিকেটারদের জন্য ব্যয় করা যাবে সর্বোচ্চ সাড়ে ৪ কোটি টাকা। আর প্রতি দলে সরাসরি সাইনিংসহ কমপক্ষে থাকতে হবে ১২ জন দেশি ক্রিকেটার।