এবার শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ
পূর্ব তিমুর ও ব্রুনেইকে গোলবন্যায় ভাসানোর পর এবার শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ ফুটবলের বাছাইয়ে নিজেদের তৃতীয় ম্যাচে অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের জোড়া গোলে লঙ্কানদের ৫-০ গোলে হারিয়েছে গোলাম রব্বানী ছোটনের শীষ্যরা।
বুধবার (২৬ নভেম্বর) বিকালে চীনের ইয়ংচুয়ান স্পোর্টস সেন্টারে অনুস্থতি ম্যাচের পুরোটা সময়েই আধিপত্য বিস্তার করে শ্রীলঙ্কার ডিফেন্সের ওপর চাপ বজায় রাখে বাংলাদেশ। ২৪তম মিনিটেই ইকরামুলের দুর্দান্ত হেডে শুরু বাংলাদেশের গোলযাত্রা। এরপর অপুর অসাধারণ পাসে দারুণ ফিনিশিংয়ে দলকে দ্বিতীয় গোল উপহার দেন মানিক।
দ্বিতীয়ার্ধে আরও তিনবার প্রতপক্ষের জাল কাঁপায় বাংলাদেশ। ৬৪ মিনিটে ফয়সাল এক ডিফেন্ডারকে কাটিয়ে ঠান্ডা মাথায় শট নিয়ে খুঁজে পান জালের ঠিকানা। নির্ধারিত সময়ের শেষ মিনিটে স্কোরশিটে নাম লেখান বায়েজিদ। ইনজুরি সময়ে লঙ্কানদের জালে শেষ পেরেক ঠুকে দেন অধিনায়ক ফয়সাল। ফলাফল আবারও ৫-০ গোলের বড় ব্যবধানে জয়।
এ নিয়ে তিন ম্যাচে প্রতিপক্ষের জালে ১৮ গোল দিল বাংলাদেশের অনূর্ধ্ব-১৭ দল। এর আগে পূর্ব তিমুরকে ৫-০ গোলে এবং ব্রুনেইকে ৮-০ গোলের বিশাল ব্যবধানে হারায় লাল-সবুজের প্রতিনিধিরা।
শুক্রবার (২৮ নভেম্বর) নিজেদের চতুর্থ ম্যাচে বাহরাইনের মুখোমুখি হবে মানিক-বায়েজিদ-ফয়সালরা।
