নতুনরূপে আসছে বিপিএল, থাকছে বড় চমক

Bangla Post Desk
স্পোর্টস প্রতিবেদক
প্রকাশিত:২৬ নভেম্বর ২০২৫, ০৫:২৪ পিএম
নতুনরূপে আসছে বিপিএল, থাকছে বড় চমক
ছবি- সংগৃহীত

দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর। ডিসেম্বরেই মাঠে গড়াবে বিপিএলের আসরটি, সেটি ছিল পূর্বনির্ধারিতই। অপেক্ষা ছিল কেবল আনুষ্ঠানিক ঘোষণার। অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সেটাও এলো। ডিসেম্বরের মাঝামাঝি মাঠে গড়াবে দেশের সবচেয়ে বড় ফ্র‍্যাঞ্চাইজি লিগ বিপিএলের দ্বাদশ আসর।

আগামী ১৯ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে টুর্নামেন্টটি। ১৭ জানুয়ারি ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে বিপিএলের। তবে প্রতিবারের মতো এবার ঢাকায় হবে না উদ্বোধনী ম্যাচ। তার পরিবর্তে সিলেট পর্ব দিয়ে শুরু হবে বিপিএলের আসন্ন আসর।

সিলেটে টুর্নামেন্ট শুরু হলেও ১৭ ডিসেম্বর ঢাকায় হবে উদ্বোধনী অনুষ্ঠান। শুধু ঢাকায় নয়, প্রতি ভেন্যু শহরেই উদ্বোধনী অনুষ্ঠান করার পরিকল্পনা রয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটির৷ 

বুধবার (২৬ নভেম্বর) বিপিএলের গভর্নিং কাউন্সিলের সভা শেষে এসব তথ্য জানানো হয়৷

এ ছাড়া আসন্ন আসরকে সামনে রেখে বেশ কিছু পরিবর্তন ও চমক আনতে যাচ্ছে বোর্ড। পরিবর্তন আসতে পারে ট্রফি ও লোগোতে। ইতোমধ্যেই এ নিয়ে কাজ শুরু করে দিয়েছে বোর্ড। খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে জাজিয়ে দেয়া হবে।

শেষ মুহুর্তে নতুন এক ফ্র‍্যাঞ্চাইজি এনেছে বিসিবি। নোয়াখালী এক্সপ্রেস নামক সেই ফ্র‍্যাঞ্চাইজির মালিকানায় থাকছে দেশ ট্রাভেলস। শুরুতে পাঁচ ফ্র‍্যাঞ্চাইজি দিয়ে টুর্নামেন্ট শুরু করার বিষয়ে বদ্ধপরিকর থাকলেও নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসতে হলো বিসিবিকে। 

এদিকে কয়েক দফায় পিছিয়ে যাওয়া বিপিএলের নিলামের জন্য ২৫০ বিদেশি ক্রিকেটারকে চূড়ান্ত করেছে বোর্ড। ৫০০ ক্রিকেটার টুর্নামেন্টের নিলামে নাম লেখাতে চাইলেও বোর্ড চূড়ান্ত করেছে ২৫০ জনকে। সবকিছু আগামী ৩০ নভেম্বর নিলাম হওয়ার কথা রয়েছে বিপিএলের। কিন্তু আদতে শেষ পর্যন্ত হবে কি না সেই নিলাম, নাকি আগের মতোই ড্রাফট হবে সেটি নিয়ে এখনও দোটানায় রয়েছে বোর্ড৷ 

দেশি ক্রিকেটারদের ছয় ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। সর্বোচ্চ ৫০ লাখ থেকে সর্বনিম্ন ভিত্তমূল্য নির্ধারিত হয়েছে ১১ লাখ টাকা।

ক্যাটাগরি 'এ' এর ক্রিকেটারদের ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ লাখ টাকা, ক্যাটাগরি 'বি' ৩৫ লাখ, 'সি' ২২ লাখ, 'ডি' ১৮ লাখ, 'ই' ১৪ লাখ ও 'এফ' ক্যাটাগরির ক্রিকেটারদের ভিত্তিমূল্য ধরা হয়েছে ১১ লাখ টাকা।