বিপিএলের ৫ দল চূড়ান্ত
চলতি বছরের ডিসেম্বরের মাঝামাঝিতে হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর। এবারের আসরে পাঁচটি দল অংশ নেবে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে দলগুলোর নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি।
বিপিএলের পাঁচ ফ্র্যাঞ্চাইজির নাম-
১. ঢাকা ক্যাপিটালস
২. চট্টগ্রাম রয়্যালস
৩. রাজশাহী ওয়ারিয়র্স
৪. রংপুর রাইডার্স
৫. সিলেট টাইটান্স
এবারের বিপিএলে অংশ নেয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছিল ১১টি প্রতিষ্ঠান। তাদের মধ্য থেকে প্রাথমিক যাচাই-বাছাইয়ে বাদ দেয়া হয় ৩ প্রতিষ্ঠানকে। এরপর চূড়ান্ত বাছাইয়ে বাদ পড়ে আরও ৩ প্রতিষ্ঠান।
ঢাকা ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজির মালিকানা পেয়েছে চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক-হারল্যান)। গত বিপিএলেও তারা একই নামে ফ্র্যাঞ্চাইজি হিসেবে ছিল।
রংপুর রাইডার্সের মালিকানা পেয়েছে বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস। তারাও গত বিপিএলে ছিল। রাজশাহী ওয়ারিয়র্স নামে নতুন ফ্র্যাঞ্চাইজি নিয়েছে নাবিল গ্রুপ। সিলেট টাইটান্স ফ্র্যাঞ্চাইজি পেয়েছে ক্রিকেট উইথ সামি নামের প্রতিষ্ঠান। আর চট্টগ্রাম রয়্যালসের মালিকানা পেয়েছে ট্রায়াঙ্গেল সার্ভিসেস নামে প্রতিষ্ঠান।
