৮২ সেঞ্চুরি, ২৭ হাজার রান: রান-পাহাড়ের অবিসংবাদী রাজা কোহলির আজ জন্মদিন

Staff Reporter
কাজী নাহিয়ান আরেফীন
প্রকাশিত:০৫ নভেম্বর ২০২৫, ১১:২৭ এএম
৮২ সেঞ্চুরি, ২৭ হাজার রান: রান-পাহাড়ের অবিসংবাদী রাজা কোহলির আজ জন্মদিন
ছবি : সংগৃহীত

ক্রিকেট যাঁকে 'কিং' বলেছে, আর আমরা বলেছি 'চেজ মাস্টার'— বলছি ভারতের ব্যাটিং সেন্সেশন বিরাট কোহলির কথা। বলার উপলক্ষ্য আজ যে তার ৩৭তম জন্মদিন।

কোহলির ৩৭তম জন্মদিনে আবেগের ভেলায় ভেসে আসে তার বর্ণিল এক ক্যারিয়ারের ঝলক। এই ৫ নভেম্বর দিনটি শুধুমাত্র ক্যালেন্ডারের পাতায় একটি তারিখ নয়, ২২ গজে এক 'বিরাট' কীর্তিমানের জন্মলগ্ন, যাঁর ব্যাটে লেখা হয়েছে অসংখ্য মহাকাব্য। বয়স এখন ৩৭, কিন্তু ২২ গজে তাঁর ক্ষিপ্রতা এখনও যেন এক তরুণ যোদ্ধার!

মনে পড়ে, বাবার মৃত্যুর পরেও ক্রিজে এসে দিল্লির রঞ্জি ট্রফি বাঁচানোর জন্য সেই অসমাপ্ত ইনিংস? সেই মুহূর্তেই যেন লেখা হয়ে গিয়েছিল বিরাটের ভবিষ্যৎ। এই ছেলেটি হার মানতে শেখেনি! তারপর ধীরে ধীরে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ, আর তারপর আন্তর্জাতিক মঞ্চে আবির্ভাব।

প্রথমদিকে তাঁর আগ্রাসী মনোভাব অনেকের ভ্রু কুঁচকে দিয়েছিল, কিন্তু সময়ের সাথে সেই আগ্রাসনই যেন তাঁর ব্যাটের শক্তি হয়ে উঠল। যখনই দল সংকটে, যখনই রান তাড়া করার পাহাড়সমান চাপ, তখনই ব্যাট হাতে উঠে এসেছেন সেই 'চেজ মাস্টার'। তাঁর চোখে এক অদম্য জেদ— লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত তিনি ক্রিজ ছাড়বেন না।

কোহলির বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার বর্তমানে এসে থেমেছে একটি মাত্র ফরম্যাটে। ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপ জেতার পর, বিজয়ী হিসেবে মাথায় মুকুট নিয়েই এই ফরম্যাট থেকে বিদায় নেন। আবেগের সেই মুহূর্ত, যখন তিনি নিজেই জানিয়েছিলেন— বিদায়ের জন্য এর চেয়ে ভালো সময় আর হতে পারে না। আর ২০২৫ সালের মে মাসে তিনি টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন। লাল বলের প্রতি তাঁর গভীর ভালোবাসা ছিল, কিন্তু সময়ের দাবি মেনেই বিদায় নিলেন এক 'টেস্ট কিং'।

এখনও তিনি শুধুমাত্র ওয়ানডে খেলা চালিয়ে যাচ্ছেন। ভক্তরা জানেন, যতদিন ব্যাট হাতে আছেন, ততদিন তাঁর প্রতিটি ইনিংসই এক একটি উপহার।

বিরাট কোহলি শুধু রান করেননি, তিনি রেকর্ডকে সাধারণ সংখ্যায় পরিণত করেছেন। তাঁর ব্যাটের সামনে যেন পরিসংখ্যানও মাথা নুইয়েছে। ১২৩ টেস্টে ৩০টি সেঞ্চুরি। ৪৬.৮৫ গড়ে ৯ হাজার ২৩০ রান। ৩০৫ ওয়ানডেতে ৫৭.৪১ গড়ে কোহলির ব্যাট থেকে এসেছে ১৪ হাজার ২৫৫ রান। অর্জনের ঝুলিতে ৭৫টি অর্ধশতকের পাশাপাশ রয়েছে বিশ্ব রেকর্ড গড়া ৫১টি সেঞ্চুরি। আর শর্টার ফরম্যাটে ১২৫ ম্যাচ খেলে ১ সেঞ্চুরি ও ৪ হাজার ১৮৮ রান করেছেন তারকা এই ক্রিকেটার ৪৮.৬৯ গড়ে।

একদিনের ক্রিকেটে শচিন তেন্ডুলকরের ৪৯ শতরানের রেকর্ড ভেঙে তাঁর ৫০তম শতরান শুধু একটি সংখ্যা নয়, তা কোটি ক্রিকেটপ্রেমীর হৃদয়ের বিজয়ধ্বজা।

আজকের এই বিশেষ দিনে, আমরা কেবল তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাই না, তাঁর মতো একজন ক্রিকেটারকে ২২ গজে দেখতে পাওয়ার জন্য কৃতজ্ঞতা জানাই। কারণ, বিরাট কোহলি শুধু একজন ক্রিকেটার নন, তিনি ভারতীয় ক্রিকেটের আবেগ, স্পন্দন এবং শ্রেষ্ঠত্বের অপর নাম।